ভিডিও শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২

প্রকাশ : ৩১ জানুয়ারী, ২০২৬, ০৭:২৩ বিকাল

পদত্যাগ করছেন না ডাকসু নেতা সর্বমিত্র

ডাকসু নেতা সর্বমিত্র

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা শেষ পর্যন্ত পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছেন। শিক্ষার্থীদের অনুরোধ এবং ডাকসুর গঠনতন্ত্রের ব্যাখ্যা তুলে ধরে তিনি জানিয়েছেন, এই মুহূর্তে পদত্যাগ করলে তা শিক্ষার্থীদের সঙ্গে ‘প্রতারণা’ হবে।

নানা সমালোচনার মুখে গত বুধবার পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন ডাকসুর এই কার্যনির্বাহী সদস্য।

সর্বমিত্র চাকমা বলেন, “শিক্ষার্থীরা চাচ্ছেন না আমি পদত্যাগ করি। তারা এটিকে গণবিরোধী সিদ্ধান্ত হিসেবে দেখছেন। এই অবস্থায় পদত্যাগ করলে তা শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা হবে। তারা আমাকে বিরোধী পক্ষের কথায় কান না দিয়ে কাজ চালিয়ে যেতে বলেছেন।”

তিনি আরও বলেন, “এ কারণেই আমি আমার পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এসেছি। পাশাপাশি ডাকসুর গঠনতন্ত্রও এ বিষয়ে আমাকে সমর্থন করে না।”

তবে গঠনতন্ত্রের কোন ধারায় পদত্যাগের সিদ্ধান্তের পরিপন্থিতা রয়েছে—এমন প্রশ্নের জবাবে সর্বমিত্র বলেন, “পদত্যাগের বিষয়টি কোন ধারায় কীভাবে বলা আছে, তা আমার নির্দিষ্টভাবে জানা নেই।”

আরও পড়ুন

এদিকে ডাকসুর গঠনতন্ত্রের ১২(খ) ধারায় বলা হয়েছে, কার্যনির্বাহী কমিটির কোনো সদস্য পদত্যাগ করলে, মৃত্যুবরণ করলে অথবা পদ থেকে অপসারিত হলে অবশিষ্ট মেয়াদের জন্য প্রচলিত নির্বাচন পদ্ধতিতে শূন্য পদ পূরণ করা হবে।

গত বছর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হন সর্বমিত্র চাকমা। দায়িত্ব গ্রহণের পর থেকেই বিভিন্ন ঘটনায় তিনি সমালোচনার মুখে পড়েন। সর্বশেষ বিতর্ক তৈরি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে খেলতে আসা একদল কিশোরকে কান ধরে উঠবস করানোর অভিযোগকে কেন্দ্র করে।

সমালোচনার জেরে গত বুধবার ফেসবুকে দেওয়া এক পোস্টে পদত্যাগের ঘোষণা দেন তিনি। তবে সেদিন পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়ে স্পষ্ট কিছু জানাননি। পরদিন একটি গণমাধ্যমকে তিনি বলেন, “আমি আমার সিদ্ধান্তে অটল আছি। আমার কিছু কাজ পেন্ডিং রয়েছে। সেগুলো শেষ করে দুই দিনের মধ্যে পদত্যাগ করব।”

কিন্তু ঘোষণার দুই দিন পেরোতেই শনিবার তিনি জানান, আপাতত পদত্যাগের সিদ্ধান্ত থেকে তিনি সরে এসেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগ করছেন না ডাকসু নেতা সর্বমিত্র

১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস!

কালো কিশমিশের উপকারিতা

ভৈরব রেলস্টেশনে ছিনতাইকারীর হামলায় যুবক নিহত

পুরোনো এলপিজি সিলিন্ডার কতটা ঝুঁকিপূর্ণ?

সাবালেঙ্কাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি রিবাকিনা