জামায়াত নেতা হত্যার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
শেরপুরে নির্বাচনি ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি-জামায়াত সংঘর্ষে জামায়াত নেতাকে কুপিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।
বুধবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ডাকসু নেতাদের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন হলের শিক্ষার্থীরা ভিসি চত্বরে সমবেত হন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি চত্বরে বিক্ষোভ শেষে বক্তব্য রাখেন ডাকসুর ভিপি সাদিক কায়েমসহ আরও অনেকে। বিক্ষোভ থেকে শেরপুরে জামায়াত নেতা হত্যার বিচার ও দেশব্যাপী ঘটা সকল নির্বাচনি সহিংসতার বিচারের দাবি জানান বক্তারা।
আরও পড়ুনউল্লেখ্য, শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে ঝিনাইগাতী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
বুধবার (২৮ জানুয়ারি) বিকালে ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1769544285.jpg)

_medium_1769514497.jpg)
_medium_1769460545.jpg)



