ভিডিও বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২

প্রকাশ : ২৯ জানুয়ারী, ২০২৬, ০২:০৪ দুপুর

ইরানে হামলার সময় জানিয়ে ইসরাইলকে যুক্তরাষ্ট্রের গোপন বার্তা!

ইরানে হামলার সময় জানিয়ে ইসরাইলকে যুক্তরাষ্ট্রের গোপন বার্তা!, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ওপর সম্ভাব্য হামলার প্রস্তুতি নিয়ে যুক্তরাষ্ট্র ইসরাইলের কাছে একটি গোপন বার্তা পাঠিয়েছে বলে এক প্রতিবেদনে দাবি করেছে ইসরাইলের চ্যানেল ১৪।

চ্যানেলটির প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে মিডল ইস্ট মনিটর বলছে, মার্কিন বার্তায় উল্লেখ করা হয়েছে যে, হামলার প্রস্তুতি প্রক্রিয়া প্রায় দুই সপ্তাহের মধ্যে সম্পন্ন হতে পারে এবং আগামী কয়েক মাসের মধ্যেই তা বাস্তবায়নের উপযুক্ত সুযোগও সৃষ্টি হতে পারে। তবে মার্কিন কর্মকর্তারা এটাও স্পষ্ট করেছেন যে, তারা প্রস্তুতি শেষ হওয়ার জন্য অপেক্ষা করছেন, এমনটি নয়। তাদের দৃষ্টিতে, প্রেসিডেন্ট ট্রাম্প নির্দেশ দিলে হামলা আরও আগেই চালানো হতে পারে। যদিও বর্তমানে সেটি বিবেচনায় আছে বলে মনে হচ্ছে না। 

আরও পড়ুন

মিডল ইস্ট মনিটর বলছে, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের সামরিক শক্তি জোরদার অব্যাহত রেখেছে, যা ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার প্রস্তুতির অংশ হিসেবেই দেখা হচ্ছে। এছাড়া বর্তমানে ওই অঞ্চলে স্থলভাগে যুক্তরাষ্ট্রের ব্যাপক ও নজিরবিহীন সেনা মোতায়েন করা হয়েছে, যা মার্কিন সেনাবাহিনীকে সামরিক অভিযান পরিচালনার প্রায় পূর্ণ স্বাধীনতা দিয়েছে। সূত্র : মিডল ইস্ট মনিটর

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলার সময় জানিয়ে ইসরাইলকে যুক্তরাষ্ট্রের গোপন বার্তা!

নির্বাচনের আগে নিরাপত্তাহীনতায় ভুগছে মোহাম্মদপুর–আদাবরের ভোটাররা

সংবাদ সংগ্রহের কাজ সহজ করবে কমিশন : সিইসি

বিশ্বকাপ না খেলার হতাশা কাটাতে ক্রিকেটারদের ব্যস্ত রাখতে চায় বিসিবি

বাংলাদেশ ভ্রমণে নিজ দেশের নাগরিকদের সতর্কতা জারি যুক্তরাজ্যের

চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলো ও প্লে-অফ নিশ্চিত করল যারা