গাইবান্ধার গোবিন্দগঞ্জে আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করতে যাওয়া পুলিশের ওপর হামলা, আহত ৩
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাটাবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শফিক মাহমুদ গোলাপকে গ্রেফতার করতে গিয়ে স্থানীয়দের হামলায় পুলিশের এসআইসহ তিনজন আহত এবং দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।
গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে কাটাবাড়ী ইউনিয়নের বাগদাবাজার এলাকয় এ ঘটনা ঘটে। শফিক মাহমুদ গোলাপ উপজেলার কাটাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক।
আরও পড়ুনএ ঘটনায় খবর পেয়ে এএসপির নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন স্থানে হামলাকারীদের খুঁজতে থাকে। এছাড়াও সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে রওনা হয়েছিলেন বলে জানা গেছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ওই এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছিল।
মন্তব্য করুন







