নতুন প্রজন্মের সুস্থ মানসিকতা লেখাপড়া নৈতিকতা ও দেশপ্রেম প্রয়োজন - বগুড়ার জেলা প্রশাসক
স্টাফ রিপোর্টার : বগুড়ার জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমান বলেন, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। শুধুমাত্র লেখা-পড়া করলেই হবে না, এক্সট্রা কারিকুলামেও শিক্ষার্থীদের পারদর্শী হতে হবে। এর পাশাপাশি তিনি শিক্ষার্থীদের একজন ভালো মানুষ হতে বলেন।
কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, সুস্থ সমাজ গঠনের জন্য নতুন প্রজন্মের মাঝে সুস্থ মানসিকতা, লেখাপড়ায় শক্তভিত্তি স্থাপন, নৈতিকতা ও দেশপ্রেম প্রয়োজন। অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আপনারা সন্তানদের শুধু জিপিএ-৫ পাওয়ার পেছনে না দৌড়ে, উচ্চ শিক্ষার জন্য ব্যাসিক গড়াসহ তাদের খেলাধুলা ও সৃজনশীল কাজেও উৎসাহিত করুন। তাদের সুস্থ ও সুন্দরভাবে বেড়ে ওঠার পরিবেশ তৈরি করে দেওয়া অভিভাবক ও শিক্ষকদের নৈতিক দায়িত্ব।
আজ সোমবার (২৬ জানুয়ারি) বগুড়া শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে (ভিএম স্কুল) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিদ্যালয় প্রাঙ্গণে সকাল ১০ টায় জাতীয় সঙ্গীত পরিবেশন এবং জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর কবুতর ও রঙিন বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দসহ আমন্ত্রিত অতিথি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
প্রতিযোগিতার মূল আকর্ষণ ছিল ছাত্রীদের মনোজ্ঞ মার্চ পাস্ট (কুচকাওয়াজ) এবং দিবা শাখা ও প্রভাতি শাখার ডিসপ্লে। বিশেষ আকর্ষণ ছিল ‘যেমন খুশি তেমন সাজো’ প্রতিযোগিতা, যেখানে ছাত্রীরা গ্রামবাংলার ঐতিহ্য ও সমসাময়িক বিভিন্ন বিষয় তুলে ধরে।
আরও পড়ুনপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো: মোস্তাফিজুর রহমান আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: আরিফুজ্জামান, বগুড়া জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আনোয়ার হোসেন, জেলা ক্রীড়া অফিসার মো: আকরাম হোসেন।
শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এসময় প্রধান অতিথির হাতে তার একটা পোর্টেট তুলে দেন সিনিয়র শিক্ষক হাফিজুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মো: নজরুল ইসলাম ও মোছা: ফারহানা আফরোজ।অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন








