চব্বিশে হয়েছে বুলেট বিপ্লব, এবার হবে ব্যালট বিপ্লব: জামায়াত আমির
জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ২৪ সালে হয়েছে বুলেটের বিপ্লব। আর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবে ব্যালট বিপ্লব।
সোমবার (২৬ জানুয়ারি) ঝিনাইদহ উজির আলী স্কুল মাঠে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন।
তিনি বলেন, ‘২৪ এ যেমন বিপ্লব করেছেন ২৬ এর তেমনি একটা বিপ্লব করতে হবে৷ আগে হয়েছে বুলেটের বিপ্লব এবার হবে ব্যালট বিপ্লব।’
তিনি বলেন, ‘আমরা কোনো জেলার সঙ্গে সৎ মায়ের ভূমিকায় থাকবো না। ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টের বাড়ি দেখে উন্নয়ন করবে না জামায়াত। ক্ষমতায় গেলে ৬৪ জেলায় সমৃদ্ধ মেডিকেল কলেজ হাসপাতাল গড়ে তোলা হবে৷’
আরও পড়ুনজামায়াত আমির বলেন, ‘বেটার এডুকেশন ছাড়া বেটার নেশন গড়া সম্ভব না৷ তাই সবার জন্য মানবিক সুশিক্ষা নিশ্চিত করা হবে৷’
তিনি বলেন, ‘যারা আমাদের টাকা চুরি করেছে তাদের পেট থেকে টাকা বের করে আনবো৷ জনগণের টাকা কেউ হজম করতে পারবে না৷’
কেউ যদি জনগণের ভোটের ওপর হাত দেয় তাহলে তার হাত অবশ করে দেয়া হবে বলে মন্তব্য করেন জামায়াত আমির।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







