দীর্ঘ দুই মাস পর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম পুনরায় চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার (২৫ জানুয়ারি) বিকেল থেকে এনআইডি সেবা সচল করা হয়।
এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানান, পোস্টাল ভোটের নিবন্ধন ও প্রার্থী চূড়ান্ত করতে এতদিন এই সংশোধন কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল।
এনআইডি মহাপরিচালক বলেন, আমাদের ভোটার তালিকা সম্পূর্ণ হয়েছে।
আরও পড়ুন
নিউজ ডেস্ক
-6975bc03ce88b_medium_1769345194.jpg)
_medium_1769344560.jpg)





