ফ্যামিলি কার্ডের নামে বিএনপি আচরণবিধি লঙ্ঘন করছে : গোলাম পরওয়ার
খুলনা-৫ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করে বলেছেন, ভোটারদের সমর্থন আদায়ের নামে বিএনপি ‘ফ্যামিলি কার্ড’ বিতরণের কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং প্রকাশ্যেই নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করছে। এসব অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি।
আজ রোববার (২৫ জানুয়ারি) সকালে খুলনার ডুমুরিয়া উপজেলার রংপুর ইউনিয়নের শলুয়া বাজারে আয়োজিত এক নির্বাচনি পথসভায় এমন অভিযোগ করেন তিনি। গোলাম পরওয়ার বলেন, ৫ আগস্টের পর আওয়ামী লীগ মাঠ ছেড়ে পালিয়ে যাওয়ার পর যারা চাঁদাবাজি, ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘর দখলের সঙ্গে জড়িত ছিল, তারাই এখন সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার কথা বলে ভোট চাইছে।
আরও পড়ুনতিনি আরও বলেন, দেশের মানুষ পরিবর্তনে বিশ্বাস করে। সেই বিশ্বাস থেকেই ৫ আগস্টের অভ্যুত্থানের নেতৃত্বদানকারী এনসিপি, পাঁচটি ইসলামী দল এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শক্তিগুলো একত্র হয়েছে। এই ঐক্য দাঁড়িপাল্লা প্রতীকের মাধ্যমে পরিবর্তনের পক্ষে গণরায় প্রতিষ্ঠা করবে বলে দাবি করেন তিনি। পথসভা শেষে গোলাম পরওয়ার দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণসংযোগ করেন এবং জোটের প্রার্থীদের পক্ষে ভোট দেয়ার আহ্বান জানান।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







