জনগণ জামায়াত আমিরের মধ্যে ঈমাম খোমেনি-মাহাথির মোহাম্মদকে দেখছে : মোস্তাফিজুর
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বের প্রশংসা করে লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, জনগণ তার মধ্যে ইরানের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খোমেনি এবং আধুনিক মালয়েশিয়ার রূপকার মাহাথির মোহাম্মদকে দেখছে।
শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
আরও পড়ুনসংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে জামায়াত-নেতৃত্বাধীন ‘১০ দলীয় নির্বাচনী ঐক্য’ জোটে একাত্মতা ঘোষণা করেছে বাংলাদেশ লেবার পার্টি। মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ‘আমরা চাই ইনসাফের বাংলাদেশ। আজকে এই জোটের সাথে আমরা এমনই একটা সময় যুক্ত হয়েছি যখন আমাদের আনুষ্ঠানিকভাবে কোনো আসন দেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু ডাক্তার শফিকুর রহমানের যে মানবিক নেতৃত্ব, তার যে কর্মকাণ্ড ও চলন-বলন, তা গোটা জাতিকে উজ্জীবিত করেছে। সেই উজ্জীবিত জাতির সাথে লেবার পার্টিও পিছনে থাকতে পারে না।’
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








