ভিডিও শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩২

প্রকাশ : ২৪ জানুয়ারী, ২০২৬, ০৮:৩৮ রাত

নতুন বছরের শুরুতেই তন্ময় সোহেলের দশ নাটক

তন্ময় সোহেল।

অভি মঈনুদ্দীন ঃ এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেতা হয়ে উঠেছেন তন্ময় সোহেল। একের পর এক ভালো ভালো গল্পের, ভিন্ন ঘরানার গল্পের নাটকে অভিনয় করে দর্শকের কাছে তিনি প্রিয় একজন অভিনেতায় পরিণত হয়েছেন। গত বছরের তুলনায় এই বছরের শুরুতেই তিনি একের পর এক নতুন নাটক নিয়ে দর্শকের মধ্যে হাজির হচ্ছেন।

এরইমধ্যে একে একে তার অভিনীত নতুন আটটি নাটক প্রকাশ পেলো। নাটকগুলো হচ্ছে সকাল আহমেদ’র ‘সহজ সরল জামাই’, মহিন খানের ‘অলস পরিবার’, বর্ণনাথের ‘তোতলা জামাই বয়রা পরিবার’,‘ শ্বশুরবাড়ি বড় আপন’, আলমগীর খন্দকার দুলালের ‘বউ আমাদের লণ্ডনী’, শাকিলা ইয়াসমিনের ‘বদনাম’, ফজলুল হকের অশিক্ষিত ছেলে’, আদিত্য জনির ‘শহরের মেয়ে গ্রামের বধূ’, উজানভাটি টিমের ‘অভাগী নারীর সংসার-২’ ও মামুন আর রশীদের ‘সংসারের মায়া’। নাটকগুলোতে তার সহশিল্পী হিসেবে আছেন মিম চৌধুরী, মিহি, মুনমুন, স্পর্শিয়া মিম’সহ আরো বেশ কয়েকজন।

এরমধ্যে যাদের নাটক প্রচারে এসেছে তারমধ্যে নিজেদের নির্মিত নাটক দিয়ে নির্মাতা হিসেবে আলোচিত মহিন খান, আদিত্য জনি, বর্ণনাথ ও ফজলুল সেলিম। তাদের নির্দেশিত নাটকে একের পর এক কাজ করেন তন্ময় সোহেল। গত বছরের তুলণায় এই বছর তন্ময় সোহেলের আরো বেশি ব্যস্ত সময় কাটবে বলে জানান তন্ময় সোহেল। প্রকাশিত আটটি নাটকের জন্যই তিনি শুরু থেকেই বেশ সাড়া পেয়ে আসছেন।

আরও পড়ুন

তন্ময় সোহেল বলেন,‘ নতুন বছরের শুরুটা আমার বেশ ভালোভাবেই হলো, নতুন বছরের শুরুটা যেমন শুটিং লোকেশনে বেশ ব্যস্ততার মধ্যদিয়ে শুরু হলো। তেমনি নতুন বছরের শুরু থেকে এখন পর্যন্ত একের পর এক নতুন নতুন নাটক প্রকাশিত হচ্ছে ইউটিউবে। প্রতিটি নাটকের জন্যই অনেক সাড়া পাচ্ছি। প্রতিদিনই প্রতি নাটকের ভিউ বেড়েই চলেছে। প্রত্যেকটি নাটক আমি অনেক শ্রম দিয়ে, কষ্ট করে অভিনয় করেছি। যে কারণে প্রতিটি নাটক নিয়েই আমার প্রত্যাশা থাকে অনেক বেশি। সহজ সরল জামাই কিংবা অলস পরিবার কিংবা অশিক্ষিত ছেলে যে নাটকের কথাই বলিনা কেন প্রত্যেকটি নাটকের গল্প আলাদা, চরিত্র আলাদা এবং উপস্থাপনও আলাদা। যে কারণে দর্শকের কাছ থেকে সাড়াও মিলছে অনেক। আমি কৃতজ্ঞ সকল নির্মাতাদের প্রতি আমার উপর আস্থা রাখার জন্য। চেষ্টা করছি আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে অভিনয় করে যেতে। সবার সহযোগিতা থাকবে আগামীতেও এটাই আমার বিশ্বাস। আমার সকল সহশিল্পীর জন্যও রইলো অনেক অনেক শুভ কামনা।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বছরের শুরুতেই তন্ময় সোহেলের দশ নাটক

নির্বাচন গেলে নাকি আমাদের অবস্থা দেখে নেবে: হাসনাত আব্দুল্লাহ

পঞ্চগড়ে এনসিপি ও বিএনপি প্রার্থীকে শোকজ, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

বাংলাদেশের বদলে বিশ্বকাপে স্কটল্যান্ড,আইসিসির আনুষ্ঠানিক ঘোষণা

চট্টগ্রামে পৌঁছেছেন তারেক রহমান

তফসিল ঘোষণার পরও মব নির্বাচন কমিশনের দুর্বলতা : জাপা মহাসচিব