ভিডিও শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩২

প্রকাশ : ২৪ জানুয়ারী, ২০২৬, ০৭:৩০ বিকাল

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবসা উন্নয়ন সম্মেলন-২০২৬ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল বলরুমে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খাজা শাহরিয়ার প্রধান অতিথি হিসেবে ২৪ জানুয়ারি, শনিবার সকালে সম্মেলনের উদ্বোধন করেন।

ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোঃ রাফাত উল্লা খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
সভায় পর্ষদের পরিচালক জনাব মোঃ শাহীন উল ইসলাম, মোঃ আব্দুল ওয়াদুদ, অধ্যাপক ড. এম আবু ইউসুফ এবং মোহাম্মদ আশরাফুল হাছান এফসিএ উপস্থিত ছিলেন।

এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুল্লাহ আল মামুন, মোঃ ফজলুর রহমান চৌধুরী, মোঃ আসাদুজ্জামান ভূঁঞা,  মোঃ আমিনুল ইসলাম ভূঁঞা, মোহাম্মদ হোসেন, এস এম আবু জাফর, সৈয়দ আবুল হাশেম  এফসিএ, এফসিএমএ, ব্যাংকের শীর্ষ নির্বাহীগণ এবং ২২৬টি শাখার ব্যবস্থাপকবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি নিয়ে পরিচালক পর্ষদ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শাখা ব্যবস্থাপকবৃন্দের সঙ্গে আলোচনা করেন।  

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান খাজা শাহরিয়ার বলেন, বিনিয়োগের গুণগত মান উন্নয়ন, ঝুঁকি ব্যবস্থাপনা এবং প্রভিশনিং সক্ষমতা আরও শক্তিশালী করার সুযোগ সৃষ্টি হয়েছে, যা সরাসরি ব্যাংকের মুনাফা, সম্পদের মান ও সামগ্রিক সক্ষমতার সঙ্গে সম্পৃক্ত।

২০২৬ সালে ব্যাংকের ব্যবসায়িক কৌশলের মূল ভিত্তি হবে তিনটি বিষয়-সুশাসন, শৃঙ্খলা ও দায়িত্বশীল প্রবৃদ্ধি। এ লক্ষ্যে ব্যাংকের বিজনেস প্রসেস রি-ইঞ্জিনিয়ারিং কার্যক্রম জোরদার করা হচ্ছে এবং সেন্ট্রালাইজড ক্রেডিট ও রিস্ক ফাংশনকে আরও শক্তিশালী করা হচ্ছে। পাশাপাশি ডিজিটাল ও অটোমেশননির্ভর কাঠামোর সম্প্রসারণে গুরুত্ব দেয়া হচ্ছে।

এসময় তিনি রিটেইল, এসএমই, কৃষি, এক্সপোর্ট-ইমপোর্ট, রেমিট্যান্স এবং ডিজিটাল ব্যাংকিং খাতে বিশেষ গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন

ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ রাফাত উল্লা খান বলেন, বিশ্বাস, সততা ও শৃঙ্খলার ওপর ভিত্তি করেই একটি শক্তিশালী ও টেকসই ব্যাংক গড়ে তোলা সম্ভব। ডিজিটাল রূপান্তরের মাধ্যমে নৈতিকভাবে দৃঢ় ও আধুনিক ব্যাংকিং ব্যবস্থা প্রতিষ্ঠায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। বিগত বছরে নানা চ্যালেঞ্জের মধ্যেও ব্যাংক উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা, কমপ্লায়েন্স নিশ্চিতকরণ এবং কেন্দ্রীভূত অপারেশনের মাধ্যমে ব্যাংকের কার্যক্রমকে আরও সুসংহত করা হয়েছে। 

আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে ২০২৬ সালকে ব্যাংকের জন্য ঘুরে দাঁড়ানোর বছর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এসময় তিনি গুণগত বিনিয়োগ, নৈতিকতা, সুশাসন ও স্বচ্ছতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনে ব্যাংকের পরিচালন মুনাফা, আমানত সংগ্রহ, বিনিয়োগ প্রদান ও আদায় এবং সামগ্রিক উন্নয়ন অর্জনে উল্লেখযোগ্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে ৭৭টি শাখা, ব্যক্তিগত পারফর্মেন্সের জন্য ৩২ জন কর্মকর্তা এবং প্রধান কার্যালয়ের একটি বিভাগকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। 

উল্লেখ্য, অনিরীক্ষিত তথ্য অনুযায়ী ২০২৫ সাল শেষে ব্যাংকের মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৫৪,৫৯৪ কোটি এবং বিনিয়োগের পরিমাণ ৫০,৪৫৭ কোটি টাকা। এসময় আমদানি ও রপ্তানির পরিমান ছিলো যথাক্রমে ৩৫,৮৪০ কোটি এবং ২৫,৯১০ কোটি টাকা। এসময়ে রেমিট্যান্স এসেছে ৯,৬০৬ কোটি টাকা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

‘সিসিডিএম টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপ’ নামে নতুন টুর্নামেন্ট চালু করছে বিসিবি

নারায়ণগঞ্জে লঞ্চে মুমূর্ষু শিশুকে জরুরি চিকিৎসা দিল কোস্ট গার্ড

হঠাৎ দেখা তোফা আর নকশী’র

নওগাঁর পোরশায় ৬ মাদকসেবী আটক

৩১ জানুয়ারির মধ্যে আগ্নেয়াস্ত্র থানায় জমার নির্দেশ