২০২৪-২৫ অর্থবছরে পিজিবিপির লোকসান ২১০ কোটি টাকা
২০২৪-২৫ অর্থবছরে বৈদেশিক মুদ্রার ঋণ পরিশোধের বাড়তি ব্যয়জনিত কারণে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির (পিজিবিপি) ২১০.৬২ কোটি টাকা লোকসান হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) পিজিবিপি কার্যালয়ে আয়োজিত প্রতিষ্ঠানটির ২৯তম বার্ষিক সাধারণ সভায় এ তথ্য জানানো হয়।
কোম্পানি সচিব মো. জাহাঙ্গীর আজাদের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান ড. এম রেজওয়ান খান। সভায় ২০২৪-২৫ অর্থবছরের কার্যক্রমের উপস্থাপনা তুলে ধরেন ব্যবস্থাপনা পরিচালক আবদুর রশিদ খান।
সভায় জানানো হয়, বিগত ২০২৪-২৫ অর্থবছরে কোম্পানি শক্তিশালী পরিচালন কার্যক্রম বজায় রাখলেও উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নে গৃহীত বৈদেশিক মুদ্রার ঋণ পরিশোধের বাড়তি ব্যয়জনিত কারণে কোম্পানির কর পরবর্তী ২১০.৬২ কোটি টাকা লোকসান হয়েছে। এছাড়াও অবণ্টিত পুঞ্জীভূত মুনাফাও ঋণাত্মক ছিল। ফলে কোম্পানি আইন অনুযায়ী এবার কোনো লভ্যাংশ দেওয়া সম্ভব হয়নি।
আরও পড়ুনসভায় কোম্পানির শেয়ারহোল্ডাররা কোম্পানিকে লাভজনক অবস্থানে উন্নীত করে নিয়মিত ডিভিডেন্ড দেওয়ার জন্য দাবি জানান। পরিচালকরা কোম্পানিকে লাভজনক অবস্থানে নিয়ে আসতে গৃহীত বিভিন্ন উদ্যোগ শেয়ারহোল্ডারদের অবহিত করেন এবং এ লক্ষ্যে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান। এছাড়াও জানানো হয় যে, কোম্পানির লোকসান পূর্ববর্তী অর্থবছরের তুলনায় ক্রমান্বয়ে কমেছে। এ ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে কোম্পানি পর্যায়ক্রমে লাভজনক অবস্থানে পৌঁছে যাবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








