ভিডিও শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩২

প্রকাশ : ২৪ জানুয়ারী, ২০২৬, ০৬:২২ বিকাল

বক্স অফিসে দাপট দেখাচ্ছে ‘বর্ডার ২’

বক্স অফিসে দাপট দেখাচ্ছে ‘বর্ডার ২’

ভারতের সাধারণতন্ত্র দিবসের ঠিক আগে মুক্তি পেয়েই বক্স অফিসে আলোচনায় এসেছে ‘বর্ডার ২’। দেশাত্মবোধক আবেগ আর নস্টালজিয়ার জোরে অনুরাগ সিং নির্মিত এ সিনেমার সামনে কার্যত ম্লান হয়ে গেল রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ এবং ভিকি কৌশলের সুপারহিট ‘ছাবা’।

 

মুক্তির আগেই চলচ্চিত্র বিষয়ক বাণিজ্য বিশ্লেষকদের পূর্বাভাস ছিল, প্রথম দিনেই অন্তত ৩০ কোটির ব্যবসা করবে ‘বর্ডার’র সিক্যুয়েল। সেই ধারণাকেকে ছাপিয়ে গিয়ে একটি বক্স অফিস ট্র্যাকিং ওয়েবসাইটের দাবি, শুরু দিননেই প্রায় ৩৫ কোটি রুপি আয় করেছে সানি দেওল, বরুণ ধাওয়ানদের এ সিনেমা। ফলে প্রথম দিনের আয়ের বিচারে ‘ধুরন্ধর’ (৩৩ দশমিক ৬৯ কোটি) ও ‘ছাবা’কে (৩৩ দশমিক ১০ কোটি) পিছনে ফেলেছে ‘বর্ডার ২’।

আরও পড়ুন

তবে সানি দেওলের নিজের রেকর্ড এখনো অটুট। তারই ব্লকবাস্টার ‘গদর ২’ মুক্তির দিনে ৪০ কোটি রুপির ব্যবসা করেছিল। তবু নির্মাতাদের আশা, সামনে শনি, রবি এবং সাধারণতন্ত্র দিবসের ছুটির জেরে সপ্তাহান্তে আরও বড় উত্থান দেখতে পারে সিনেমাটি। তাদের অনুমান, খুব দ্রুতই ১৫০ কোটির গণ্ডিও পেরিয়ে যাবে ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধভিত্তিক এ সিনেমা।
 
এদিকে সিনেমার আন্তর্জাতিক মুক্তি নিয়ে কিছুটা ধাক্কাও খেতে হয়েছে নির্মাতাদের। পাকিস্তান বিরোধী সংলাপ ও প্রেক্ষাপটের কারণে সংযুক্ত আরব আমিরাতে একাধিক দেশে নিষিদ্ধ হয়েছে ‘বর্ডার ২’। বাহারাইন, কুয়েত, ওমান, কাতার এবং সৌদি আরবে সিনেমাটি মুক্তি পাচ্ছে না। মধ্যপ্রাচ্যের বাজারে ছাড়পত্র পাওয়ার চেষ্টা করেও শেষ পর্যন্ত সাফল্য মেলেনি বলে জানা গেছে।
 
 
তবে বিদেশে নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশীয় বাজারে সিনেমার দাপট যে কমবে না, সে ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী নির্মাতারা। দেশাত্মবোধের আবেগেই যে এবার বক্স অফিসে রাজত্ব করছে ‘বর্ডার ২’, তা প্রথম দিনের অংকই স্পষ্ট করে দিচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বক্স অফিসে দাপট দেখাচ্ছে ‘বর্ডার ২’

আপনার স্মার্টফোন ভীষণ স্লো? যা করবেন

সুস্বাদু তাওয়া চিকেন পোলাও রেসিপি

আফগানিস্তানে তুষারপাত-ভারী বৃষ্টিতে নিহত অন্তত ৬১

ব্যারিস্টার ফুয়াদের প্রচারণায় বাধা ও হামলা, জামায়াতের বিক্ষোভ

বিশ্বের সর্বোচ্চ আয় করা নারী ফুটবলার ট্রিনিটি রডম্যান