ভিডিও শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩২

প্রকাশ : ২৪ জানুয়ারী, ২০২৬, ০৩:১৮ দুপুর

ইউক্রেনে ভয়াবহ হামলা রাশিয়ার

ইউক্রেনে ভয়াবহ হামলা রাশিয়ার, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে যখন যুদ্ধ অবসানের লক্ষ্যে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চপর্যায়ের ত্রিপক্ষীয় আলোচনা চলছে, ঠিক তখনই ইউক্রেনের দুই বৃহত্তম শহর কিয়েভ ও খারকিভে ভয়াবহ হামলা চালিয়েছে রুশ বাহিনী। শনিবার (২৪ জানুয়ারি) ভোরে চালানো এই হামলায় একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১৫ জন।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিটসকো জানিয়েছেন, রাজধানীতে চালানো এই হামলায় একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাতে দিনিপ্রো নদীর দুই তীরের বেশ কিছু এলাকায় অগ্নিকাণ্ড ঘটে, যার ফলে শহরের একাংশে পানি ও তাপ সরবরাহ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কিয়েভ সামরিক প্রশাসন জানিয়েছে, হামলায় একটি চিকিৎসা কেন্দ্রসহ বেশকিছু বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন বছরের পর এটি কিয়েভে তৃতীয় বড় ধরনের হামলা, যা এমন এক সময় ঘটল যখন তীব্র শীতে মাইনাস ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাঁপছে শহরটি।

আরও পড়ুন

একই সময়ে রাশিয়ার সীমান্ত সংলগ্ন দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও ব্যাপক ড্রোন হামলা চালানো হয়। খারকিভের মেয়র ইহোর তেরেখভ জানিয়েছেন, সেখানে প্রায় আড়াই ঘণ্টা ধরে চলা হামলায় বাস্তুচ্যুতদের একটি আবাসিক ভবন, একটি হাসপাতাল এবং একটি মাতৃসদন ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলায় শহরটিতে অন্তত ১১ জন আহত হয়েছেন। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, তারা বেশ কিছু রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হলেও ধ্বংসাবশেষের কারণে অনেক ভবন ও নাগরিক পরিষেবার ক্ষতি হয়েছে। সূত্র : রয়টার্স

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিগ ব্যাশে কেমন করলেন রিশাদ

আমরা প্রাইমারি শিক্ষার ওপর জোর দিতে চাচ্ছি: তারেক রহমান

ইউক্রেনে ভয়াবহ হামলা রাশিয়ার

চাঁদাবাজি-আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুছাব্বির হত্যাকাণ্ড : ডিবি

আট দল নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্টের সূচি ঘোষণা বিসিবি’র

মিয়ানমারে শেষকৃত্য ও বিয়ের অনুষ্ঠানে জান্তার হামলায় নিহত ২৭