ভিডিও শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩২

প্রকাশ : ২৪ জানুয়ারী, ২০২৬, ০১:০১ রাত

একটি দল ভারতের সঙ্গে আপস করে বাংলাদেশকে বিক্রি করে দিতে চায়: তাহের

ছবি: সংগৃহীত, একটি দল ভারতের সঙ্গে আপস করে বাংলাদেশকে বিক্রি করে দিতে চায়: তাহের

একটি দল ভারতের সঙ্গে আপস করে বাংলাদেশকে বিক্রি করে দিতে চায় বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, এ দেশের মানুষ—বিশেষ করে ৪ কোটি যুবক—এ ধরনের ষড়যন্ত্র কখনোই মেনে নেবে না।

শুক্রবার (২২ জানুয়ারি) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের ধোড়করা স্কুল মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. তাহের বলেন, আসন্ন ফেব্রুয়ারির নির্বাচন একটি নির্ধারণী নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমেই ঠিক হবে—জুলাই বিপ্লবের চেতনা, মাথা উঁচু করে দাঁড়ানোর প্রত্যয় ও স্বাধীন বাংলাদেশের আকাঙ্ক্ষা টিকে থাকবে, নাকি দেশ আবার অন্ধকারের স্বৈরাচার ও ফ্যাসিবাদের দিকে ফিরে যাবে।

তিনি জানান, জামায়াতে ইসলামী একটি বৃহত্তর ১১ দলীয় জোটের মাধ্যমে নির্বাচনে অংশ নিচ্ছে। এই জোটে সব ইসলামী দল রয়েছে এবং জুলাই বিপ্লবের অগ্রসেনানী যুবকরাও যুক্ত হয়েছেন। তাঁর দাবি, ১২ ফেব্রুয়ারি জনগণের সমর্থন নিয়ে এই জোট সরকার গঠন করবে। সেই সরকার হবে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর সরকার, যেখানে কোনো দুর্নীতিবাজ শাসনক্ষমতায় থাকতে পারবে না।

ডা. তাহের আরও বলেন, দেশের মানুষ আর চাঁদাবাজ, দখলদার ও দুর্নীতিবাজদের ভোট দেবে না। জামায়াত এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যেখানে চাঁদাবাজি থাকবে না, মানুষের অধিকার নিশ্চিত হবে, উচ্চশিক্ষা, সম্মান ও শ্রদ্ধা থাকবে এবং দেশ স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়াবে।

ফ্যামিলি কার্ড প্রসঙ্গে তিনি বলেন, এসব কার্ড ভুয়া এবং বেআইনি। প্রধান নির্বাচন কমিশনার নিজেই বলেছেন, যারা এসব কার্ড নিয়ে যাবে তাদের আটক করা হবে। এটি নির্বাচনী আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন।

আরও পড়ুন

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লার দেবীদ্বার আসনে জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, ভবিষ্যতে মত প্রকাশের স্বাধীনতার পাশাপাশি দ্বিমত প্রকাশের স্বাধীনতাও নিশ্চিত করা হবে। তবে তিনি সতর্ক করে বলেন, যারা আবার ফ্যাসিবাদ কায়েম করতে বা ভোটকেন্দ্র দখলের চিন্তা করছেন, তারা যেন সবকিছু ভেবে-চিন্তে মাঠে নামেন।

এ ছাড়া বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি বলেন, ভোট প্রদানে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, তাদের ছাড় দেওয়া হবে না।

সমাবেশে আরও বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহিদ, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মু. মাহফুজুর রহমান, সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহসভাপতি মজিবুর রহমান ভুঁইয়া, খেলাফত মজলিশের উপজেলা সভাপতি মাওলানা শাহজালাল এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন।

সমাবেশে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিল্পপতি মহিউদ্দিন ভুঁইয়া নইম এবং সঞ্চালনা করেন মোহাম্মদ ইউসুফ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একটি দল ভারতের সঙ্গে আপস করে বাংলাদেশকে বিক্রি করে দিতে চায়: তাহের

ম্যাচ সেরা তানজিদ তামিম, সিরিজ সেরা শরিফুল

হাসিনা আপার রেখে যাওয়া কর্মী-সমর্থকদের পাশে আছি: মির্জা ফখরুল

মিয়ানমারে জান্তার বিমান হামলায় নিহত ২৭

তারেক রহমান নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন : আসিফ মাহমুদ

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ