ভোটকেন্দ্র দখল-সিল মারার পাঁয়তারা থাকলে আগেই ভুলে যান: নাহিদ
ভোটকেন্দ্র দখল বা সিল মারার কোনো ধরনের পাঁয়তারা থাকলে তা আগেই ভুলে যেতে বলেছেন ১০ দলীয় জোটের ঢাকা-১১ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, এসব অপচেষ্টা সফল হবে না। আমরা ভোটকেন্দ্র পাহারা দেব এবং জনগণের প্রকৃত বিজয় নিশ্চিত করব।
শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর শাহজাদপুর এলাকায় নির্বাচনি প্রচারণা উপলক্ষ্যে আয়োজিত গণমিছিলে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, এই এলাকার প্রধান সমস্যা ট্র্যাফিক জ্যাম, গ্যাস সংকট ও চাঁদাবাজি। নির্বাচিত হলে এসব সমস্যার সমাধান করা হবে। তিনি আরও বলেন, এলাকার বহু মাঠ দখল হয়ে আছে। এসব মাঠ উদ্ধার করে শিশুদের খেলাধুলার উপযোগী করে তোলা হবে।
আরও পড়ুনতিনি বলেন, ‘আমরা বাংলাদেশের মানুষকে প্রতিশ্রুতি দিতে চাই, গণঅভ্যুত্থানের পর আমরা মাঠ থেকে সরে যাই নাই, আমাদের মাঠ থেকে সরানো যায়নি। জীবন থাকতে মাঠ থেকে সরবো না।’
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1769179799.jpg)






