বিপিএল ফাইনাল
তানজিদ ঝড়ে রাজশাহীর সংগ্রহ ১৭৪
বিপিএলের ফাইনালে মুখোমুখি রাজশাহী ওয়ারিয়র্স আর চট্টগ্রাম রয়্যালস। শিরোপার লড়াইয়ে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ঝোড়ো সেঞ্চুরি করেছেন রাজশাহী ওয়ারিয়র্সের ওপেনার তানজিদ হাসান তামিম। তাতে টসে হেরে প্রথমে ব্যাট করা দলটি পেল ১৭৪ রানের বড় সংগ্রহ।
শুক্রবার (২৩ জানুয়ারি) প্রথমে ব্যাট করতে নেমে রাজশাহীকে দুর্দান্ত শুরু এনে দেন দুই ওপেনার তামিম ও সাহিবজাদা ফারহান। একপাশে পাকিস্তানি তারকা ফারহান উইকেট আগলে রাখলেও শুরু থেকেই উইকেটে সাবলীল ছিলেন তামিম। উদ্বোধনী জুটিতে ৬২ বলে ৮৩ রান যোগ করার পর আউট হয়ে যান ফারহান (৩০ বলে ৩০)।
তবে কেন উইলিয়ামসনকে নিয়ে আরেক পাশে ব্যাটিং তাণ্ডব চালিয়ে যান তামিম। দ্বিতীয় উইকেটে ৫৭ রান যোগ করেন তারা। যেখানে ১৫ বলে উইলিয়ামসনের অবদান ২৪। ১৩০ রানে দলের দ্বিতীয় ব্যাটার হিসেবে সাজঘরের পথ ধরেন উইলিয়ামসন। তামিম আউট হন দলীয় ১৬৩ রানের সময়। সেঞ্চুরি করেই প্যাভিলিয়নের পথ ধরতে হয় তাকে। ৬২ বলে ৬টি চার ও ৭ ছক্কায় ১০০ রানের নান্দনিক এই ইনিংস খেলেন তিনি।
আরও পড়ুনশেষদিকে অবশ্য রাজশাহীর রান খুব বেশি বাড়াতে পারেননি জেমস নিশাম ও নাজমুল হোসেন শান্ত। ৬ বলে ৭ রান করে নিশাম অপরাজিত থাকলেও ৭ বলে ১১ রান করে শেষ বলে আউট হন শান্ত। তাতে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রানে থামে রাজশাহী। চট্টগ্রামের হয়ে দুইটি করে উইকেট নেন মুকিদুল ইসলাম মুগ্ধ ও শরিফুল ইসলাম। সমান ৪ ওভারে মুগ্ধ মাত্র ২০ রান দিলেও শরিফুল খরচ করেন ৩৩ রান।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক




_medium_1769167031.jpg)
_medium_1769165678.jpg)


