লালমোহনে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
ভোলার-চরফ্যাশন সড়কের লালমোহন আজহারউদ্দীন ডিগ্রি কলেজের সামনে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী বাসটিতে আগুন দেয়। দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহতরা হলেন- আবু তাহের মাতাব্বর (৪৫) এবং তার ভগ্নিপতি মো. অলি উল্যাহ (৫৮)। তাদের উভয়ের বাড়ি লালমোহন গজারিয়া এলাকায়।
আরও পড়ুনপ্রতক্ষ্যদর্শীরা জানান, গজারিয়া বাজার থেকে মোটরসাইকেলে কর্তারহাট এলাকায় মাহফিল শুনতে রওনা দেন আবু তাহের মাতাব্বর ও অলি উল্যাহ। আজহার উদ্দিন ডিগ্রি কলেজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভোলাগামী যাত্রীবাহী একটি বাস তাদের চাপা দেয়।
লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ফায়ার সার্ভিসকে খবর দিয়ে আগুন নেভানোর পর বাসটি থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক





_medium_1769099696.jpg)

