নির্বাচন নিয়ে কারচুপি করার স্পর্ধা যেন কেউ না দেখায়: রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, নির্বাচন নিয়ে কারচুপি করার স্পর্ধা যেন কোনো রাজনৈতিক দল না দেখায়। তিনি বলেন, আমার কাছে মনে হয়েছে প্রশাসন এবং পুলিশের যতটা নিরপেক্ষ থাকার কথা ছিল, তারা ততটা নিরপেক্ষ নয়।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর আগাঁরগাওয়ে নির্বাচন ভবনে সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ তিনি বলেন, আজ আমি লিখিত দিয়েছি। আমার থাকার কথা প্রচারণার মাঠে, কিন্তু বাধ্য হয়েই আমি আজ ঢাকায় এসেছি। আমার কাছে মনে হয়েছে প্রশাসন এবং পুলিশের যতটা নিরপেক্ষ থাকার কথা তারা ততটা নিরপেক্ষ নয়। আমার কর্মীদের বাড়িঘরে হামলা করা হয়েছে। তাদেরকে পিটিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে। মাথা ফাটানো হয়েছে। বাড়িতে আগুন দেয়া হয়েছে। এখন পর্যন্ত কোন মামলা হয় নাই।
আরও পড়ুনতিনি আরো বলেন, আমি নির্বাচন কমিশনকে অবহিত করতে এসেছি। আমি একজন স্বতন্ত্র প্রার্থী এবং বড় দলগুলোর বিরুদ্ধে আমাকে লড়াই করতে হচ্ছে। প্রশাসন যদি নিরপেক্ষ না থাকে তাহলে ২০১৮ সালের নির্বাচনের মতো আরেকটা নির্বাচন হতে পারে। যদি এমন হয় তাহলে এর পরিণতি ভালো হবে না। কারো জন্যই ভালো হবে না।
তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষকদের সঙ্গে আমার বৈঠক আছে। আমি তাদেরকেও বিষয়গুলো অবহিত করব।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







