বিক্ষোভে জড়িতদের সম্পদ জব্দ করছে ইরান
আন্তর্জাতিক ডেস্ক : দেশজুড়ে দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা বিক্ষোভে গ্রেপ্তার হওয়া ‘দাঙ্গাবাজদের’ বিরুদ্ধে কঠোর শাস্তির ঘোষণা দিয়েছে ইরান। একই সঙ্গে বিক্ষোভে জড়িত ও নেতৃত্বদানকারীদের সম্পদ জব্দের কার্যক্রমও শুরু করেছে কর্তৃপক্ষ। কাতারভিত্তিক আল জাজিরা মঙ্গলবার এ তথ্য জানায়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম-হোসেইন মোহসেনি-এজেই বলেন, সাম্প্রতিক বিক্ষোভ নিয়ে বিচার বিভাগের মূল কার্যক্রম শুরু হয়েছে এবং অযোগ্য কাউকে ছাড় দেওয়া হলে তা ন্যায়ের পরিপন্থী হবে।
রোববার স্বল্প সময়ের জন্য আংশিক ইন্টারনেট চালু হলেও দেশের বেশিরভাগ এলাকায় তা এখনো বন্ধ। এর মধ্যেই প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে বৈঠকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেন বিচার বিভাগের প্রধান।
রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া যৌথ বিবৃতিতে তিন নেতা জানান, খুনী ও সন্ত্রাসী উসকানিদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে বিদেশি প্ররোচনায় বিক্ষোভে অংশ নেওয়াদের ক্ষেত্রে ‘ইসলামি সহানুভূতি’ দেখানো হতে পারে। ইরান বরাবরই অভিযোগ করে আসছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিক্ষোভকারীদের অর্থ ও অস্ত্র দিয়ে সহায়তা করছে।
শনিবার সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেন, বিক্ষোভে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন। তবে তার দাবি, এসব হত্যাকাণ্ডের জন্য রাষ্ট্রীয় বাহিনী নয়, বিদেশি শক্তির সঙ্গে যুক্ত এজেন্টরা দায়ী।
আরও পড়ুনগত ২৮ ডিসেম্বর তেহরানের দোকানিদের আন্দোলন থেকে শুরু হওয়া বিক্ষোভে হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন প্রদেশে আরও শতাধিক বিক্ষোভকারী আটক হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম। তাদের ‘দাঙ্গানেতা’ আখ্যা দিয়ে বলা হয়েছে, তারা সরকারি ভবন ও মসজিদে সহিংস হামলায় জড়িত ছিলেন।
এদিকে পুলিশপ্রধান আহমাদরেজা রাদান জানিয়েছেন, যারা প্ররোচনায় পড়ে বিক্ষোভে অংশ নিয়েছেন, তারা তিন দিনের মধ্যে আত্মসমর্পণ করলে লঘুদণ্ড পাবেন। তবে দাঙ্গাবাজ ও সন্ত্রাসীদের শেষ ব্যক্তি পর্যন্ত গ্রেপ্তার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বিক্ষোভে হওয়া ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হচ্ছে। আইআরজিসি–ঘনিষ্ঠ ফারস নিউজ জানিয়েছে, দেশের এক শীর্ষ ব্যবসায়ী ও সাবেক ফুটবলার ভোরিয়া গাফুরির ক্যাফেসহ একাধিক ব্যবসা প্রতিষ্ঠান জব্দ করা হয়েছে।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক







