ভিডিও বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

প্রকাশ : ২১ জানুয়ারী, ২০২৬, ০১:০৮ রাত

ক্ষমতায় গেলে ২০ হাজার কিমি খাল খনন করা হবে: তারেক রহমান

ছবি: সংগৃহীত, ক্ষমতায় গেলে ২০ হাজার কিমি খাল খনন করা হবে: তারেক রহমান

ক্ষমতায় গেলে দেশব্যাপী ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের পরিকল্পনার কথা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর বনানী চেয়ারম্যানবাড়ি মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি দেশের মানুষের জন্য অত্যন্ত কার্যকর ছিল। বর্তমানে ঢাকায় একের পর এক খাল বন্ধ হয়ে যাওয়ায় জলাবদ্ধতা ও পরিবেশগত সংকট বেড়েছে। ক্ষমতায় গেলে সারা দেশে খাল খননের মাধ্যমে এ সংকট মোকাবিলা করা হবে।

ঢাকার সবুজায়ন কমে যাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘদিন পর দেশে ফিরে এসে শহরকে আগের চেয়ে বেশি শুষ্ক মনে হয়েছে। এজন্য সরকার গঠন করতে পারলে পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের লক্ষ্য নেওয়া হয়েছে। প্রতিটি উপজেলায় সরকারি ও বেসরকারি নার্সারির সক্ষমতা বাড়িয়ে পরিবেশবান্ধব বনায়ন কার্যক্রম জোরদার করা হবে।

রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, বিরোধী দলকে সমালোচনা করা স্বাভাবিক হলেও ভবিষ্যতে সংকট সমাধানে কথাবার্তা ও সহযোগিতার রাজনীতি গড়ে তুলতে হবে।

আরও পড়ুন

ট্রাফিক সমস্যা নিয়ে তারেক রহমান বলেন, গণপরিবহন উন্নত করা গেলে যানজট অনেকটাই কমবে। ব্যয়বহুল মেট্রোরেলের পাশাপাশি মনোরেল চালুর মাধ্যমে বনানী, মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকার সঙ্গে সংযোগ স্থাপনের প্রস্তাব দেন তিনি।

শিক্ষা ও ক্রীড়া খাতে সংস্কারের কথা জানিয়ে তিনি বলেন, ক্রীড়াকে পেশা হিসেবে গড়ে তোলা হবে। শিক্ষাব্যবস্থায় বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি ভাষা শেখার ওপর গুরুত্ব দেওয়া হবে। প্রতিটি শিক্ষার্থীর জন্য অন্তত একটি খেলাধুলা ও একটি সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বাধ্যতামূলক করার পরিকল্পনাও রয়েছে বিএনপির।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্ষমতায় গেলে ২০ হাজার কিমি খাল খনন করা হবে: তারেক রহমান

নিরাপত্তা ঝুঁকি এড়াতে বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবার সরিয়ে নিচ্ছে ভারত

আমাদের আরেকবার যুবক হয়ে লড়তে হবে: জামায়াত আমির

বিশ্বকাপে টিকে থাকতে যে সমীকরণ বাংলাদেশের সামনে

নেতানিয়াহুকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন তারই বাল্যবন্ধু

আমার হাঁস যেন চুরি না হয়: রুমিন ফারহানা