ভিডিও মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

প্রকাশ : ২০ জানুয়ারী, ২০২৬, ০৯:০৬ রাত

দীর্ঘ বিরতির পর ফের ছোটপর্দায় ফিরছেন সৌরভ গাঙ্গুলি

দীর্ঘ বিরতির পর ফের ছোটপর্দায় ফিরছেন সৌরভ গাঙ্গুলি

দীর্ঘ বিরতির পর ছোট পর্দায় নিজের পুরোনো আসনে ফিরছেন সৌরভ গাঙ্গুলি। জানা গেছে, আগামী মার্চ মাস থেকেই ‘স্টার জলসা’র জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর সঞ্চালনা শুরু করবেন তিনি। বর্তমানে বিদেশ সফরে ব্যস্ত থাকলেও খুব দ্রুতই দেশে ফিরে এই প্রজেক্টের কাজ শুরু করবেন।

যদিও দর্শক তাকে জি বাংলার ‘দাদাগিরি’র মঞ্চে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তবে এবার বিগ বসের মাধ্যমেই তাদের সেই আক্ষেপ পূরণ হতে চলেছে। এদিকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক নিয়ে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। 

পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে ইতোমধ্যে সৌরভের বাড়ির কিছু অংশ ক্যামেরাবন্দি করেছেন। ছবির শুটিং শুধুমাত্র কলকাতাতেই সীমাবদ্ধ থাকবে না; লন্ডন এবং মুম্বাইয়ের বিভিন্ন লোকেশনে চিত্রায়িত হবে মহারাজের বর্ণিল জীবন।

ছবির নামভূমিকায় অভিনয় করছেন বলিউডের শক্তিমান অভিনেতা রাজকুমার রাও। চরিত্রের প্রয়োজনে রাজকুমার শুধু বাংলা শিখছেন না, রীতিমতো সৌরভের স্টাইলে ব্যাটিংয়ের মহড়াও দিচ্ছেন। তাকে বাংলা শেখাতে সাহায্য করছেন তার স্ত্রী পত্রলেখা।

আরও পড়ুন

সম্প্রতি রাজকুমার এক কন্যা সন্তানের বাবা হয়েছেন। সৌরভও যেহেতু এক মেয়ের বাবা, তাই পর্দার বাইরেও পিতৃত্বের যে অভিজ্ঞতা রাজকুমার অর্জন করেছেন, তা ছবিতে সৌরভের আবেগঘন দৃশ্যগুলোতে বিশেষ মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।

সৌরভের স্ত্রী ডোনা গাঙ্গুলির চরিত্রে কে থাকছেন, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। আগে মিমি চক্রবর্তীর নাম শোনা গেলেও বর্তমানে জল্পনা চলছে যে, এই চরিত্রে মিমিকে নয়, বরং বাংলার অন্য কোনো নামী অভিনেত্রীকে দেখা যেতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে সৌরভ গাঙ্গুলির সম্মতির ওপর। এছাড়া সৌরভের কন্যা সানা গাঙ্গুলির শৈশবের চরিত্রে দেখা যাবে হিন্দি সিনেমার এক পরিচিত শিশুশিল্পীকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘ বিরতির পর ফের ছোটপর্দায় ফিরছেন সৌরভ গাঙ্গুলি

বিমানবন্দর এলাকায় হর্ন বাজালেই জরিমানা, ২৫ জানুয়ারি নামছে মোবাইল কোর্ট

বগুড়ার ধুনটে গাঁজাসহ মাদকের ‘ফেরিওয়ালা’ গ্রেফতার

মহিলা ও শিশু মন্ত্রণালয়ের নাম পরিবর্তন

দেশকে নতুনভাবে পরিচালনার স্বপ্নই ছিল জুলাই যোদ্ধাদের আকাঙ্খা :খাদ্য ও ভূমি উপদেষ্টা

পঞ্চগড়ের দেবীগঞ্জে অবৈধ ইটভাটা বন্ধ করতে বাধার মুখে প্রশাসন