ভিডিও মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

প্রকাশ : ২০ জানুয়ারী, ২০২৬, ০৭:৩৯ বিকাল

গণভোটে না ভোট দেওয়া মানে চব্বিবের বিরুদ্ধে যাওয়া: শারমিন এস মুরশিদ

গণভোটে না ভোট দেওয়া মানে চব্বিবের বিরুদ্ধে যাওয়া: শারমিন এস মুরশিদ

গণভোটের জায়গায় আমাদের কোনে নিরপেক্ষ জায়গা নেই। গণভোটে না ভোট দেওয়া মানে চব্বিবের বিরুদ্ধে যাওয়া। না ভোট দেওয়া মানে স্বৈরাচারের পক্ষে দাঁড়ানো বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদ।

আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণভোট প্রচার এবং ভোটার উদ্বুদ্ধকরণ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

উপদেষ্টা বলেন, গণভোটের জায়গায় হয় আমি এটার পক্ষে, হয় অভ্যুত্থানের পক্ষে, ছেলে মেয়েরা যারা মারা গেছে তাদের পক্ষে, হাদির পক্ষে, হয় আমি নতুন বাংলাদেশ চাই, অথবা চাই না। দেশে কিছু মানুষ আছে যারা বিগত রিজিমের উপকারভোগী, তারা হয়তো পরিবর্তনটা চাই না। আমাদের তো জানাও দরকার যে কারা চাই না। 

তিনি বলেন, এই গণভোটের মধ্যদিয়ে যদি আপামর জনগণ এটার পক্ষে দাঁড়িয়েছে, হ্যাঁ বলেছে। তাহলে তো আমার সংস্কারের দ্বার খুলে যাচ্ছে। নইলে আমি আর সে জায়গাটিতে যেতে পারছি না। আমার সরকার এবং আমরা হচ্ছি গণ-অভ্যুত্থানের সরকার। আমাদের অবস্থান স্পষ্ট। আমরা হ্যা’র পক্ষেই বলছি। আমরা চাইছি মানুষ এটা বুঝুক। তার কল্যাণে এই গণভোট। তারা যেন বুঝে-শুনে হ্যা’র কাছেই আসে। 

তিনি বলেন, না’র সুযোগ নেই, যদি আমি পরিবর্তন চাই, না’র সুযোগ নেই, যদি আমি সংস্কার চাই, না’র সুযোগ নেই, যদি আমি স্বৈরাচারকে ফেরত না আনতে চাই। তিনি বলেন, যে না দেবে সে বুঝে দিচ্ছে না নাবুঝে দিচ্ছে তা আমরা জানি না। তবে একটা জিনিষ বুঝতে হবে, না দেওয়া মানেই ২৪ এর বিরুদ্ধে দাড়ানো, না দেওয়া মানেই স্বৈরাচারের পক্ষে দাঁড়ানো, না দেওয়া মানেই আমাদের বিগত যে রিজিম ছিল, যে স্বৈরাচারি সংস্কৃতি ছিল সেটার দরজা খুলে দেওয়া। সেটা তো করা যাবে না। 

আরও পড়ুন

তিনি বলেন, ১৪শ’ ছেলে-মেয়ে, জনগণের মৃত্যুর মধ্যদিয়ে ৩০ হাজার মানুষের স্বাভাবিক জীবন হরণ করে না’তে তো ফিরে যাওয়া যাবে না। তারপরও কেউ যদি না দিতে চাই তাকে তো দেওয়ার সুযোগ দিতেই হবে। মানুষের মতামতটা নিতেই হবে। আমরা মনে করি এ দেশের জনগণ, যারা কষ্টের মধ্যদিয়ে গেছে গত ১৬টা বছর, যারা গুম হয়েছে, যারা এক্সট্রা জুডিশিয়ালি কিলিং হয়েছে, রাস্তায় যে মায়েরা বাচ্চাদের হারিয়েছে সেই জনগোষ্ঠীই এদেশের পরিবর্তন চায়। এবং হ্যাঁ বলার সুযোগটা তাদের জন্য। এই সরকার গণভোটে হ্যা’র পক্ষে বলে তাদের অবস্থান স্পষ্ট করেন উপদেষ্টা শারমিন এস মুরশিদ। তিনি সকলকে হ্যা’র পক্ষে আসার আহ্বান জানান।

ঝিনাইদহ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো: আব্দুল্লাহ আল মাসউদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার মাহফুজ আফজাল, ৫৮ বিজিবির কমান্ডিং অফিসার লে.কর্নেল রফিকুল আলম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমান, সুবীর কুমার দাশ, নির্মল কান্তি তালুকদার সহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটে না ভোট দেওয়া মানে চব্বিবের বিরুদ্ধে যাওয়া: শারমিন এস মুরশিদ

পঞ্চগড়ের আটোয়ারীতে প্রাইভেট ও কোচিং বাণিজ্য বন্ধের নির্দেশ

বিশ্বকাপে খেলতে যাওয়ার প্রশ্নে যা বললেন লিটন

এবার ভোটের মাঠে ছাগল প্রবেশের সুযোগ নেই: ধর্ম উপদেষ্টা

কোনো রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন না বাঁধন

নিরাপদ দেশ রেখে যেতে চাইলে ‘হ্যাঁ’ ভোট দিন : স্বাস্থ্য উপদেষ্টা