কোনো রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন না বাঁধন
বিনোদন ডেস্ক: জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশ নেওয়া বাম ও মধ্যপন্থী মতাদর্শের তরুণদের উদ্যোগে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশনের’ (এনপিএ) আত্মপ্রকাশ হয়েছে। নতুন এই প্ল্যাটফর্মের ৩ জন মুখপাত্র ও ১০১ সদস্যের কেন্দ্রীয় কাউন্সিল ঘোষণা করা হয়েছে। তিন মুখপাত্র হলেন ফেরদৌস আরা রুমী, মঈনুল ইসলাম তুহিন (তুহিন খান) ও নাজিফা জান্নাত। অনেকেই মনে করছেন নতুন এই রাজনৈতিক দলে যোগ দিতে যাচ্ছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। কিন্তু এই দাবিকে নাকচ করে দিলেন ‘রেহানা মরিয়ম নূর’ খ্যাত অভিনেত্রী। বাঁধন বলেন, ‘যে খবর শোনা যাচ্ছে তা সঠিক নয়। আমার রাজনীতিতে আসার কোনো ইচ্ছে নেই।’
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1768912517.jpg)
_medium_1768911594.jpg)
_medium_1768911430.jpg)
_medium_1768910555.jpg)
