ভিডিও মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

প্রকাশ : ২০ জানুয়ারী, ২০২৬, ০৩:৫৫ দুপুর

চমক নিয়ে একসঙ্গে ফেসবুক লাইভে দেব-শুভশ্রী

চমক নিয়ে একসঙ্গে ফেসবুক লাইভে দেব-শুভশ্রী, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : একাধিক চমক নিয়ে প্রথমবারের মতো একসঙ্গে ফেসবুক লাইভে আসলেন টালিউডের জনপ্রিয় জুটি দীপক অধিকারী দেব ও শুভশ্রী গাঙ্গুলী। দীর্ঘ সময় খুঁনসুটি আড্ডার পর ভক্তদের নতুন একটি সুখবর জানালেন এই জুটি।

সোমবার (১৯ জানুয়ারি) রাতে ফেসবুক লাইভে আসেন দেব ও শুভশ্রী। ৩৮ মিনিট ২৬ সেকেন্ডের দীর্ঘ লাইভে দেখা যায় একটি ফাঁকা প্রেক্ষাগৃহে বসে আছেন দেব-শুভশ্রী। সেখান থেকেই নেটিজেনদের সঙ্গে সরাসরি আড্ডায় মেতে ওঠেন তারা। শুরুতেই দেব বলেন, আজকে একটি বিশেষ দিন আমাদের কাছে। আসন্ন ছবিটি নিয়ে সত্যিই খুবই উত্তেজিত আমরা।

তখনই দেবকে খোঁচা দিয়ে শুভশ্রী প্রশ্ন করেন, এই যে ‘দেশু সেভেন’ ছবিটা, এই ভাবনাটা  হলো কী করে? দেব তোমার এ বছরের সবথেকে গুরুত্বপূর্ণ ছবির জন্য ‘নট সো ইনোসেন্ট’-এর কাছেই কেন ফোনটা এলো? তার মানে অনেক বড় একটা যুদ্ধে নামতে হবে! তুমিতো ছোটবেলা থেকে অনেক যুদ্ধই করেছ? শোনামাত্রই উত্তরের বদলে খুনসুঁটিতে মেতে ওঠেন টালিউডের হার্থথ্রব নায়ক। অতীত স্মৃতিতে ডুব দিয়ে দেব বলেন, হ্যাঁ তুমি তো ছোটবেলা থেকেই তো আমাকে যুদ্ধ করাটা দেখেছ! আমার এখনো একটা কথা মনে আছে, ‘খোকাবাবু’, ‘খোকা ৪২০’ সিনেমাগুলোতে শুভশ্রীকে পরিচালকরা নিতে চাচ্ছিল না। ওকে ব্যান করা হয়েছিল তখন। আমরা ওই সময় সাউথ থেকে পরিচালক নিয়ে আসি। এ লড়াইটা আমাদের ছিল।

তখন শুভশ্রী বলেন, লড়াই ই জীবন। আমরা যখন পৃথিবীতে থাকব না, তখন দর্শক আমাদের মনে রাখবে, আমাদের গল্প মনে রাখবে। সেই যুদ্ধটাই আমরা করে যেতে চাই। দীর্ঘ আলাপচারিতায় জানা যায়, ‘ধূমকেতু’র সাফল্যের পর দর্শকের চাওয়াতে আবারও বড়পর্দায় হাজির হচ্ছেন দেব-শুভশ্রী। নতুন সিনেমার নাম ‘দেশু ৭’। এ সিনেমায় আবারও জুটি হয়ে ধরা দেবেন তারা। রোমান্টিক-অ্যাকশন-রিভেঞ্জ থ্রিলারধর্মী সিনেমা হবে ‘দেশু ৭’। এই জুটির সপ্তম সিনেমা এটি। চলতি বছর আগামী ১৬ অক্টোবর দুর্গাপূজায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। এদিকে সিনেমা মুক্তির ৯ মাস আগেই শুরু হয়েছে অগ্রিম টিকিট বুকিং। গত ১৯ জানুয়ারি থেকে ‘দেশু ৭’-র ফার্স্ট ডে ফার্স্ট শোর টিকিট বুকিং চলছে। এই স্পেশাল গোল্ড টিকিটে রয়েছে দেব ও শুভশ্রীর অটোগ্রাফ।

আরও পড়ুন

২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘চ্যালেঞ্জ’ ছবিতে প্রথমবার জুটি বেঁধেছিলেন দেব-শুভশ্রী। ছবিটি দারুণ সফল হয়। সেসময় থেকেই তাদের সম্পর্ক প্রথমে বন্ধুত্ব ও পরে প্রেমে রূপ নেয়। তবে অজানা কারণে জনপ্রিয় জুটির প্রেমের সম্পর্কে ইতি ঘটলে ভেঙে যায় তাদের সফল জুটি।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চমক নিয়ে একসঙ্গে ফেসবুক লাইভে দেব-শুভশ্রী

বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে খেলানোর ব্যাপারে আলোচনা করেনি আইসিসি

'আমরা সবাই অসুবিধা ভাগ করে নিব'-বগুড়ায় সাংবাদিকের প্রশ্নে আসিফ নজরুল

কুষ্টিয়া জামায়াতের আমির আবুল হাশেমের জানাজা সম্পন্ন

আবারও মা হচ্ছেন সোনম কাপুর

২০২৬ হতে চলেছে পৃথিবীর সবচেয়ে উষ্ণতম বছর