ভিডিও মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

প্রকাশ : ২০ জানুয়ারী, ২০২৬, ০৩:৩১ দুপুর

আবারও মা হচ্ছেন সোনম কাপুর

আবারও মা হচ্ছেন সোনম কাপুর, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : বয়স যে তার গ্ল্যামার ও আত্মবিশ্বাসে বিন্দুমাত্র আঁচড় কাটতে পারেনি, তা ফের একবার প্রমাণ করলেন ৪০ বছর বয়সী অভিনেত্রী সোনম কাপুর। সোমবার দুপুরে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে ছবি পোস্ট করে দ্বিতীয়বার মা হওয়ার সুখবর ভাগ করে নিলেন অনিল-কন্যা।

ছবির ক্যাপশনে সোনম লেখেন, ‘মামাস ডে আউট’। তবে ক্যাপশনের থেকেও বেশি নজর কেড়েছে তার সাহসী ও রাজকীয় ম্যাটারনিটি লুক। অন্তঃসত্ত্বা মানেই ঢিলেঢালা পোশাক-এই প্রচলিত ধারণা ভেঙে বডি-ফিটেড কালো পোশাকে নিজের বেবিবাম্প গর্বের সঙ্গে তুলে ধরলেন সোনম।

বোন রিয়া কাপুরের স্টাইলিংয়ে সোনমের এই লুক ছিল একেবারেই নিখুঁত। পরনে কালো হাই-নেক ক্রপ টপ, তার উপর লম্বা স্লিভের ডাবল-কলার ব্লেজার। তবে সবচেয়ে বড় চমক ছিল পেন্সিল-ফিট ম্যাক্সি স্কার্ট, যা স্পষ্ট করে তুলে ধরেছিল তার প্রেগন্যান্সি কার্ভ। সোনম যেন বার্তা দিলেন— মাতৃত্ব মানেই ফ্যাশন থেকে বিদায় নয়। গয়না ও অ্যাকসেসরিতেও ছিল আভিজাত্যের ছোঁয়া। গলায় হিরের লকেট দেওয়া হার, আঙুলে স্তূপীকৃত আংটি এবং স্ফীতোদরে একটি ট্রেন্ডি চেইন তার লুককে আরও আলাদা মাত্রা দিয়েছে। হাতে ছিল নামী ব্র্যান্ড ‘হার্মিস’-এর কালো বাকেট ব্যাগ। মেকআপে শিমারি আইশ্যাডো, উইংড আইলাইনার ও ন্যুড লিপস্টিক— সব মিলিয়ে পরিমিত অথচ নজরকাড়া। মাঝখানে সিঁথি করা খোলা চুল কাঁধে ছড়িয়ে পোজ দিতে দেখা যায় অভিনেত্রীকে।

আরও পড়ুন

২০২২ সালে প্রথম সন্তান বায়ুর জন্ম দিয়েছিলেন সোনম কাপুর। বর্তমানে তার বয়স তিন। তার মধ্যেই পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। ৪০ বছর বয়সে দ্বিতীয়বার মাতৃত্বের এই অধ্যায়কে দারুণভাবে উপভোগ করছেন সোনম, যা অনুরাগীদের কাছেও হয়ে উঠছে অনুপ্রেরণার উৎস।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও মা হচ্ছেন সোনম কাপুর

২০২৬ হতে চলেছে পৃথিবীর সবচেয়ে উষ্ণতম বছর

নরসিংদীতে নেশাগ্রস্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু

সর্বশেষ প্রকাশিত ফিফা র‌্যাঙ্কিংয়ে যে অবস্থানে বাংলাদেশ

যুক্তরাষ্ট্র থেকে এলো আরও ৫৭ হাজার টন গম

রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছে ইসি