ভিডিও সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

প্রকাশ : ১৯ জানুয়ারী, ২০২৬, ০৯:৩৮ রাত

আচরণবিধি লঙ্ঘন: হবিগঞ্জে গিয়াস উদ্দিন তাহেরীকে শোকজ

আচরণবিধি লঙ্ঘন: হবিগঞ্জে গিয়াস উদ্দিন তাহেরীকে শোকজ

নির্ধারিত সময়ের তিন সপ্তাহ আগে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে হবিগঞ্জ-৪ আসনের প্রার্থী ও আলোচিত ইসলামি বক্তা মো. গিয়াস উদ্দিন তাহেরীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। 

আজ সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ আরেফীন এ তথ্য নিশ্চিত করেন।

নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়েছে, তাহেরীর ৭ লাখ ৭০ হাজার ফলোয়ার সংবলিত ভেরিফায়েড ফেসবুক পেজ ‘দ্য স্পেস’-এ প্রকাশিত একটি ভিডিওতে তাকে নির্ধারিত সময়ের আগেই প্রচারণা চালাতে দেখা গেছে। এই কার্যক্রম গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৯১খ (২) ও ৯১খ (৩) অনুচ্ছেদ এবং সংশ্লিষ্ট বিধিমালার ৩, ১৮ ও ৩০ বিধির সুস্পষ্ট লঙ্ঘন। 

আরও পড়ুন

নোটিশে আগামী ২০ জানুয়ারি (মঙ্গলবার) সকাল ১১টায় হবিগঞ্জ সার্কিট হাউজে উপস্থিত হয়ে বা প্রতিনিধির মাধ্যমে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

চুনারুঘাট ও মাধবপুর উপজেলা নিয়ে গঠিত এ আসনে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে বিএনপির এস এম ফয়সল ও খেলাফত মজলিসের আহমেদ আব্দুল কাদের অন্যতম। ৫ লাখ ৪৫ হাজার ২৭২ জন ভোটারের এই আসনে ১৮৩টি ভোটকেন্দ্র চূড়ান্ত করা হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, কারণ দর্শানোর নোটিশের অনুলিপি নির্বাচন কমিশন সচিবালয়সহ সংশ্লিষ্ট সাতটি দপ্তরে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আচরণবিধি লঙ্ঘন: হবিগঞ্জে গিয়াস উদ্দিন তাহেরীকে শোকজ

নীলফামারী-৪ আসনে জাপা কর্মীর আচরণবিধি লঙ্ঘনে জরিমানা

টাঙ্গাইলে ফায়ারিং প্রশিক্ষণে পুলিশ সদস্য গুলিবিদ্ধ

’হ্যাঁ’ ভোটের প্রচারণায় বগুড়ায় আসিফ নজরুল

চলতি সপ্তাহে শুরু হচ্ছে বগুড়ায় ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

এনসিপির অর্ধশতাধিক নেতাকর্মী যোগ দিলেন বিএনপিতে