ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
চলতি সপ্তাহে শুরু হচ্ছে বগুড়ায় ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে চলতি সপ্তাহে বগুড়ার ১২টি উপজেলায় ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ২২ জানুয়ারি থেকে বগুড়ার ১২টি উপজেলায় ভোটগ্রহণ কর্মকর্তাদের নির্বাচনি প্রশিক্ষণ শুরু হচ্ছে। প্রশিক্ষণের শুরুতেই বগুড়ার শেরপুর উপজেলায় প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
দুই দিনব্যাপী ওই উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। এছাড়াও ২৪ ও ২৫ জানুয়ারি শিবগঞ্জ, ২৬ জানুয়ারি নন্দীগ্রাম, ২৭ জানুয়ারি সারিয়াকান্দি, ২৮ জানুয়ারি আদমদীঘি, ২৯ জানুয়ারি সোনাতলা, ৩০ জানুয়ারি শাজাহানপুর, ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি বগুড়া সদর, ২ ফেব্রুয়ারি কাহালু, ৩ ও ৪ ফেব্রুয়ারি ধুনট, ৫ ও ৬ ফেব্রুয়ারি গাবতলী এবং ৭ ফেব্রুয়ারি দুপচাঁচিয়া উপজেলায় প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে জেলা সিনিয়র নির্বাচন অফিসার ফজলুল করিম বলেন, ইতিমধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তি, সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণের তালিকা প্রণয়ণ করে তা অনুমোদনের জন্য কমিশনে পাঠানো হয়েছে।
আরও পড়ুনকমিশন অনুমোদন দিলেই প্রশিক্ষণ কার্যক্রম আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হবে। বগুড়ার ১২ উপজেলায় পর্যায়ক্রমে প্রশিক্ষণ কার্যক্রম চলমান থাকবে।
মন্তব্য করুন

_medium_1768835573.jpg)





