শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে : চীনা রাষ্ট্রদূত
রংপুর-কাউনিয়া-গঙ্গাচড়া প্রতিনিধি: চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। এতে কোনো ভূ-রাজনৈতিক চাপ নেই। এটা সম্পূর্ণভাবে বাংলাদেশের সিদ্ধান্ত এবং প্রয়োজনের ভিত্তিতে নেওয়া প্রকল্প। আজ সোমবার (১৯ জানুয়ারি) রংপুরের কাউনিয়ায় তিস্তা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আরো বলেন, চীন বাংলাদেশের উন্নয়ন অংশীদার হিসেবে এই প্রকল্পে বিনিয়োগ করতে আগ্রহী। যত দ্রুত সম্ভব প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। টেকসই এই প্রকল্পের মাধ্যমে মুক্তি মিলবে এ অঞ্চলের ক্ষতিগ্রস্ত মানুষের।
এর আগে সকালে প্রথমে কাউনিয়া সেতু পরিদর্শন করেন পানিসম্পদ ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সেখানে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা নদীর উভয় তীরের ভাঙন পরিস্থিতি, বন্যানিয়ন্ত্রণ ব্যবস্থা এবং প্রস্তাবিত তিস্তা মহাপরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন।
পরে সফরসঙ্গীদের নিয়ে তিস্তা নদীতে নৌকা ভ্রমণ করেন চীনা রাষ্ট্রদূত ও পানিসম্পদ উপদেষ্টা। এসময় তারা নদীর ভাঙন, জেগে ওঠা চর, পানিপ্রবাহ এবং অববাহিকায় মানুষের দুর্ভোগ সরেজমিনে পর্যবেক্ষণ করেন। শেষে নদীভাঙন এলাকায় এসে তিস্তা অববাহিকার মানুষের সাথে কথা বলেন তারা এবং সাধারণ মানুষের কথা শোনেন। এসময় স্থানীয়রা দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান।
আরও পড়ুনপানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের বলেন, তিস্তা মহাপরিকল্পনার গবেষণা ও কারিগরি সমীক্ষা শেষ করে তা চীনে পাঠানো হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে সময় লাগলেও সরকার আন্তরিকভাবে কাজ করছে। তিনি বলেন, ২৬ জানুয়ারি কাজ শুরু না হলেও হতাশ হওয়ার কিছু নেই। বড় প্রকল্প বাস্তবায়নে সময় ও ধাপ থাকে। আমরা চাই প্রকল্পটি টেকসই ও কার্যকরভাবে বাস্তবায়ন হোক।
এসময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, রিভারাইন পিপলের পরিচালক অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম, তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি নজরুল ইসলাম হক্কানী, সাধারণ সম্পাদক শফিয়ার রহমান প্রমুখ।
মন্তব্য করুন






_medium_1768830412.jpg)
