সিরাজগঞ্জ-৩ আসনে কে হচ্ছেন জামায়াতের প্রার্থী ড. সামাদ না মুফতি আব্দুর রউফ
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনি এলাকা সিরাজগঞ্জ-৩ আসন (তাড়াশ-রায়গঞ্জ)। এ দু’টি উপজেলার বিশাল এলাকাজুড়ে বইতে শুরু করেছে নির্বাচনি হাওয়া। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে দলীয় নির্দেশনা পেয়ে মাওলানা ড. আব্দুস সামাদ দীর্ঘদিন ধরে নেতাকর্মীদের নিয়ে মাঠ গোছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এরইমধ্যে হঠাৎ জামায়াতের প্রার্থী পরিবর্তন করে ঐক্যজোটের প্রার্থী খেলাফতে মজলিসের মুফতি আব্দুর রউফকে প্রার্থিতা ঘোষণা করা হয়। এই নিয়ে নির্বাচনি এলাকায় এখন আলোচনার শীর্ষে রয়েছে- কে হচ্ছেন জামায়াতের প্রার্থী ড. আব্দুস সামাদ না মুফতি আব্দুর রইফ। বিষয়টি এখন টক অব দা টাউনে পরিণত হয়েছে।
এদিকে, বিএনপির একক প্রার্থী ভিপি আইনুল হক দুই উপজেলার দলীয় নেতাকর্মীদের সমস্ত ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়েছেন। জামায়াত বিকল্প প্রার্থী দেয়ায় বিএনপি সমর্থকদের মধ্যে ফুরফুরে নির্বাচনি আমেজ লক্ষ্য করা যাচ্ছে।
আরও পড়ুনঅপর পক্ষে, জামায়াতের দলীয় নেতাকর্মীদের মধ্যে নির্বাচনি উৎসাহ অনেকটা লোপ পেয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক জামায়াত নেতা জানান, দীর্ঘদিন ধরে দাড়িপাল্লার পক্ষে ভোট চেয়ে আসলাম, এখন কিভাবে রিকশা মার্কায় ভোট চাইব। দায়িত্বশীল এক নেতা জানান, কিছু বলা যাচ্ছেনা। প্রত্যাহারের দিন সবকিছু জানা যাবে।
মন্তব্য করুন


_medium_1768828036.jpg)





