ভিডিও সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

প্রকাশ : ১৯ জানুয়ারী, ২০২৬, ০৫:১৮ বিকাল

যৌথবাহিনীর হাতে মাদক কারবারি বাবা-ছেলে গ্রেফতার

যৌথবাহিনীর হাতে মাদক কারবারি বাবা-ছেলে গ্রেফতার, ছবি: দৈনিক করতোয়া ।

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি বাবা ও ছেলেকে গ্রেফতার করা হয়েছে। গত রোববার গভীররাতে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই গাংবের এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- নিতাই গাংবের এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে জিয়ারুল হক ও জিয়ারুলের ছেলে নবিজুল ইসলাম।জানা যায়, সেনাবাহিনী টহলের সময় গত রোববার গভীররাতে নিতাই গাংবের এলাকার একটি সুপারি বাগানের মধ্যে কয়েকজন সন্দেহভাজন লোককে দেখতে পায়। তাদের জিজ্ঞাসাবাদ শেষে বাড়িতে তল্লাশি চালিয়ে ১শ’ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করে সেনাবাহিনী। এছাড়া মাদক বিক্রির ৪ হাজার টাকা ও মাদক বেচাকেনায় ব্যবহৃত ২টি বাটন মোবাইল জব্দসহ তাদের আটক করা হয়। পরে জব্দকৃত সামগ্রী পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী। পুলিশ বাদি হয়ে তাদের বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করেছে। এছাড়াও তাদের বিরুদ্ধে আরও একাধিক মাদক মামলা রয়েছে।

কিশোরগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন হাসান ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার জামালের নেতৃত্বে সেনা সদস্য ও পুলিশ সদস্যদের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যৌথবাহিনীর হাতে মাদক কারবারি বাবা-ছেলে গ্রেফতার

নির্বাচনী নিরাপত্তায় মাঠে থাকবে ডগ স্কোয়াড-ড্রোন

চা শ্রমিকদের ন্যায্য মজুরি ও মর্যাদার প্রশ্ন

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন

শাকসু নির্বাচন স্থগিতাদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন

বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ নেতা,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান