বগুড়ার সোনাতলায় ১০ বছরের শিশু ৫০ দিনে কোরআনের হাফেজ
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় মাত্র ৫০ দিনে ১০ বছরের শিশু আব্দুর রহমান কোরআনের হাফেজ হয়েছে। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, বগুড়ার সোনাতলা সদর ইউনিয়নের কাবিলপুর (বালুরপাড়া) গ্রামের জনৈক সাজু বেপারির ছেলে ও সোনাতলা পৌর এলাকার কানুপুর জামিয়া আশরাফিয়া ক্বওমী মাদ্রাসা ও এতিমখানার ছাত্র শিশু আব্দুর রহমান।
অল্প বয়সে এই অসাধারন কৃতিত্ব অর্জন করায় এলাকা জুড়ে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি করেছে। স্থানীয় ও মাদ্রসা সূত্রে জানা গেছে, মাত্র ১০ বছর বয়সী শিশু আব্দুর রহমান মাত্র ৫০ দিনে কোরআনের ৩০ পারা মুখস্থ করে কোরআনের হাফেজ হয়েছে।
এ উপলক্ষ্যে গতকাল শনিবার উক্ত মাদ্রাসা চত্বরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সোনাতলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত অধ্যক্ষ নজবুল হকের ছেলে বিশিষ্ট সমাজ সেবক ইঞ্জিনিয়ার হাফেজ মাওলানা নাসিদুল হক মাসনবী। তিনি ওই ছাত্রকে পাগড়ি প্রদান করেন।
এসময় দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়। বগুড়া জামিল মাদ্রাসার মুহাদ্দিস আব্দুস সবুর কাশেমীর সভাপতিত্বে অন্যান্যদের উপস্থিত ছিলেন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক এড. এটিএম জিল্লুর হক।
আরও পড়ুনপ্রতিষ্ঠাতা মুহাতামিম মাওলানা শাহজালাল, হাফেজ ফজলে রাব্বী, ঢাকার পল্লবী আফতাব উদ্দিন মাদ্রাসার অধ্যক্ষ শাইকুল হাদিস আল্লামা মুফতি নুরুল আলম, শামসুদ্দোহা, ইসমাইল হোসেন, আনোয়ার শেখ, আল রিয়াদ, আলহাজ্ব মাওলানা রিয়াদ হাসান প্রমুখ।
এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মাদ্রসার শিক্ষকগণ উপস্থিত ছিলেন। এবিষয়ে ওই শিশু শিক্ষার্থীর বাবা সাজু বেপারী বলেন, তার ছেলে অল্প সময়ের মধ্যে কোরআনের হাফেজ হওয়ার বিষয়টি সম্পূর্ণ আল্লাহর রহমত। এছাড়াও ওই মাদ্রাসার শিক্ষকগণ বলেন আব্দর রহমান নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা।
মন্তব্য করুন




_medium_1768750085.jpg)

_medium_1768747877.jpg)
