ভিডিও রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

প্রকাশ : ১৮ জানুয়ারী, ২০২৬, ০৮:৫৮ রাত

বিটিভি’র ‘অপরাজিতা’র উপস্থাপনায় তাবাসসুম প্রিয়াঙ্কা

তাবাসসুম প্রিয়াঙ্কা

অভি মঈনুদ্দীন: তাবাসসুম প্রিয়াঙ্কা এই প্রজন্মের একজন নন্দিত দর্শকপ্রিয় উপস্থাপিকা। বাংলাদেশ টেলিভিশনস’সহ দেশের বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে তিনি উপস্থাপনা করে আসছেন ২০১৫ সাল থেকে। পাশাপাশি ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন স্টেজ শো’রও উপস্থাপনা করে আসছেন নিয়মিত। টেলিভিশনের সরাসরি গানের অনুষ্ঠান উপস্থাপনায় বেশ প্রশংসা কুঁড়িয়েছেন গুনী এই উপস্থাপিকা।

একজন সফল ও দর্শকপ্রিয় উপস্থাপিকা হিসেবে তাবাসসুম প্রিয়াঙ্কা পেশাগত জীবনের এক দশক পার করেছেন। যদিওবা এর জন্য তাকে অনেক কষ্ট করতে হয়েছে, অনেক শ্রম দিতে হয়েছে, সেইসাথে পার করতে হয়েছে নানান প্রতিবন্ধকতা। বাংলাদেশ টেলিভিশনে এরইমধ্যে তার উপস্থাপনায় নতুন টক শো ‘অপরাজিতা’র প্রচার শুরু হয়েছে। ‘অপরাজিতা’য় মূলত তাদেরকেই নিমন্ত্রণ জানানো হয় যারা ছোট্টবেলা থেকেই অনেক সংগ্রাম করে, জীবনের নানান প্রতিবন্ধকতা পেরিয়ে আজ নিজেকে প্রতিষ্ঠিত করেছে। এরইমধ্যে তাবাসসুম প্রিয়াঙ্কার উপস্থাপনায় বিটিভিতে ‘অপরাজিতা’র চারটি পর্ব প্রচারও হয়েছে।

‘অপরাজিতা’র জন্য বেশ ভালো সাড়াও পাচ্ছেন বলে জানালেন তিনি। বিটিভিতে এর আগে ‘সময়ের সেরা গান’ ও নতুন কুঁড়ি ২০২৫’এর দুটি গ্র্যাণ্ড ফিনালে ( সাধরন নৃত্য ও গান) -এর উপস্থাপনা করেছেন। প্রিয়াঙ্কা নিয়মিত সরাসরি গানের অনুষ্ঠানের উপস্থাপনা করেন বৈশাখী টিভি, এশিয়ান টিভি ও এসএ টিভির। ২০১৫ সালে দেশ টিভির ‘লাইফ স্টাইল’ অনুষ্ঠানের উপস্থাপনার মধ্যদিয়ে একজন উপস্থাপিকা হিসেবে পেশাগত যাত্রা শুরু হয়। ২২ ফেব্রুয়ারি জন্ম নেয়া ফেনীর মেয়ে তাবাসসুম প্রিয়াঙ্কা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে সমাজ বিজ্ঞানে অনার্স সম্পন্ন করেছেন। তার বাবা কাজী আব্দুল্লাহ আল মতি, ও শাহনাজ পারভীন। তার এক ভাই ফাহিম ও এক বোন ফারহা।

আরও পড়ুন

উপস্থাপনা প্রসঙ্গ তাবাসসুম প্রিয়াঙ্কা বলেন, আলহামদুলিল্লাহ সব মিলিয়ে উপস্থাপনা নিয় আমি সন্তুষ্ট। যদিও মাঝে মাঝে মন খারাপ হয় ভেতরগত কিছু রাজনীতি নিয়ে। তবে সান্ত্বনা এই যে আমার হাতে বেশ ভালো ভালো অনুষ্ঠানের উপস্থাপনার দায়িত্ব আসে এবং যারা আমাকে দিয়ে একবার কাজ করিয়েছেন তারা পরবর্তীতে ভীষণ স্বাচ্ছন্দ্যতা নিয়েই আমাকে দিয়ে কাজ করান। এটাই আমার প্রাপ্তি। আর দর্শকের ভালোবাসাতো আছেই। সবার কাছে দোয়া চাই যন আগামীতে আরো ভালো করতে পারি।’

উল্লেখ্য, এই প্রজন্মের জনপ্রিয় উপস্থাপিকা শান্তা জাহান, মৌসুমী মৌ, নীল হুরেজাহান কিংবা রুহানী লাবণ্য’র সাথে তাবাসসুম প্রিয়াঙ্কার নামটিও বেশ আস্থার সঙ্গেই উচ্চারিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিটিভি’র ‘অপরাজিতা’র উপস্থাপনায় তাবাসসুম প্রিয়াঙ্কা

বগুড়ার দুপচাঁচিয়া ছিনতাই হওয়া দু’টি মোটরসাইকেল উদ্ধার : গ্রেফতার ৩

রুমিন ফারহানার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিচারিক কমিটিকে ইউএনওর চিঠি

একটি দল থেকে ইসিকে চাপ দেওয়া হচ্ছে: তাহের

সোমবার আবারও ইসির সামনে ছাত্রদলের অবস্থানের ঘোষণা

নতুন চরিত্রে কেয়া পায়েল