চাঁপাইনবাবগঞ্জে মেয়াদোত্তীর্ণ খেজুর মজুত করায় লাখ টাকা জরিমানা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পুরাতন বাজারে মেয়াদোত্তীর্ণ খেজুর মজুত করার অপরাধে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ শনিবার (১৭ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। অভিযানের নেতৃত্বে ছিলেন বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলাম।
তার সাথে ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অভিযান চলাকালে ৩০ কেজি পচা খেজুর মহানন্দা নদীতে ফেলে ধ্বংস করা হয়।
আরও পড়ুনএছাড়া ৭৫ কেজি ভেজাল গুড়, ৪ কেজি অননুমোদিত রঙ এবং প্লাস্টিকের খেলনাযুক্ত প্রায় ২ হাজার টাকার শিশুখাদ্য বিনষ্ট করা হয়। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বাস্থ্যের নিরাপত্তায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন







