আগামী দিনে বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতার জন্য ঐক্যের খুব প্রয়োজন : করতোয়া সম্পাদক মোজাম্মেল হক
সামনের দিনগুলোতে সাংবাদিকদের অনেক বাধাবিপত্তি আসবে। সাংবাদিকরা অনেক সমস্যার সম্মুখীন হবেন। তবে এসব বাধাবিপত্তি মোকাবিলা করেই তাঁদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। এসবের মাঝেই ভালো সাংবাদিকতা করতে হবে। তবেই আমাদের দেশ এগিয়ে যাবে।
শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে গণমাধ্যম সম্মিলনে এ কথা বলেন ‘দৈনিক করতোয়া’ পত্রিকার সম্পাদক মোজাম্মেল হক।

সম্পাদক মোজাম্মেল হক বলেন, ‘অনেক সরকার চলে গেছে, অনেক সরকার আসছে। অনেক বাধাবিপত্তি আমরা পেয়েছি। অনেক সমস্যার সম্মুখীন হয়েছি। এটা হবেই। আমরা এখান থেকে বের হতে পারব না।’ তিনি তাঁর সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতা থেকে এসব দেখে আসছেন।
মতপ্রকাশ ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সংগঠিত হামলার প্রতিবাদ এবং স্বাধীন, দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান জানাতে আজ সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে দেশে প্রথমবারের মতো এ গণমাধ্যম সম্মিলন অনুষ্ঠিত হয়।
সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ও সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ যৌথভাবে এ সম্মিলনের আয়োজন করে। বর্তমান সময়ে স্বাধীন সাংবাদিকতা আরও বেশি ঝুঁকির মুখে রয়েছে বলে মনে করেন মোজাম্মেল হক। এমন পরিস্থিতি মোকাবিলার জন্য তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
আরও পড়ুন
সাংবাদিকেরা ঐক্যবদ্ধ থাকার বিষয়ে দৈনিক করতোয় পত্রিকার সম্পাদক মোজাম্মেল হক বলেন, ‘ঐক্য আমরা বলি, কিন্তু ঐক্য হতে পারি না। এটা আমাদের খুব সমস্যা। আমাদের মতভেদ থাকে, আমরা রাজনৈতিক বিভিন্ন মতভেদ নিয়ে চলি, কিন্তু আমরা ঐক্য হতে পারি না।’
সম্মিলন অনুষ্ঠানে আক্ষেপ প্রকাশ করে মোজাম্মেল হক বলেন, বর্তমানে দেশের সংবাদপত্র, সাংবাদিকদের সংগঠন ও সংবাদপত্রমালিকদের মধ্যে অনেক বেশি বিভক্তি রয়েছে। গ্রামেগঞ্জে অনেক প্রেসক্লাব ও সাংবাদিক রয়েছেন। কিন্তু যোগ্য সাংবাদিক তৈরি হচ্ছে না। আগামী দিনে বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতার জন্য ঐক্যের খুব প্রয়োজন বলে মনে করেন মোজাম্মেল হক। তিনি বলেন, ‘মালিক, সম্পাদক, সাংবাদিক সবাই যদি ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে যাই, তাহলে সংবাদপত্রের ভূমিকা, সাংবাদিকদের উন্নয়ন এবং সংবাদপত্রের উন্নয়ন সম্ভব।’
ভবিষ্যতে সমৃদ্ধির পথে এগিয়ে যেতে কেন্দ্রীয়ভাবে নজরদারি বৃদ্ধির জন্য আহ্বান জানান সম্পাদক মোজাম্মেল হক।
মন্তব্য করুন

_medium_1768664903.jpg)



_medium_1768656398.jpg)
_medium_1768653889.jpg)


