বগুড়া শেরপুর ও ধুনটের ১৬০ প্রতিযোগীর ক্বিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত
শেরপুর (বগুড়া) প্রতিনিধি : একসাথে গড়ি সমৃদ্ধ শেরপুর-ধুনট এই স্লোগানকে সামনে রেখে আসিফ সিরাজ রব্বানীর সামাজিক উদ্যোগের অংশ হিসেবে ক্বিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে শেরপুর ও ধুনট উপজেলার ৮০টি মাদ্রাসা থেকে ১৬০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
আজ শনিবার (১৭ জানুয়ারি) দিনব্যাপী এই প্রতিযোগিতার প্রথম রাউন্ড শেষে ১৪ জন প্রতিযোগী উত্তীর্ণ হন। পরবর্তী ধাপে তাদের মধ্য থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ।
উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা ইসমাইল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেল, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুদ্দৌলা মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাওসার আলী কলিংস, ছাত্রদলের আহ্বায়ক আহসান হাবিব আরমান ও সদস্য সচিব শাহাদাত হোসেন সহ বিভিন্ন ওলামাগন।
আরও পড়ুনবিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বগুড়া জামিল মাদ্রাসার ক্বারী মোশারফ হোসেন, রওহা মাদ্রাসার ক্বারী ওমর ফারুক ও শেরপুর শহীদিয়া আলিয়া কামিল মাদ্রাসার ক্বারী সোহেল রানা। ক্বিরাত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন কারী ইসমাইল হোসেনকে ৩০ হাজার টাকা ও মেডেল, দ্বিতীয় স্থান অর্জনকারী আসিমকে ২০ হাজার টাকা ও তৃতীয় স্থান অর্জনকারী মোশাররফ হোসাইনকে ১০ হাজার টাকা ও মেডেল প্রদান করা হয়। অংশগ্রহণকারী অন্যান্য প্রতিযোগীদের সান্তনা পুরস্কার হিসেবে মেডেল দেওয়া হয়।
মন্তব্য করুন



_medium_1768665047.jpg)


_medium_1768662839.jpg)
