ভিডিও শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩২

প্রকাশ : ১৭ জানুয়ারী, ২০২৬, ০৫:০৫ বিকাল

চুরির অপবাদে ট্রাকচালককে পিটিয়ে হত্যা

চুরির অপবাদে ট্রাকচালককে পিটিয়ে হত্যা

কুষ্টিয়ায় প্রতিবেশীর বাড়িতে চুরির অভিযোগে মনিরুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ১২টার দিকে নিজ বাড়ির সামনে আহত অবস্থায় মনিরুলকে দেখতে পায় স্বজনরা। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মনিরুল ইসলাম শহরের জিকে এলাকার বাসিন্দা ও আশকার মন্ডলের ছেলে। পেশায় তিনি ট্রাকচালক ছিলেন।

নিহতের স্ত্রী নার্গিস আক্তার বলেন, হঠাৎ এক শব্দে আমি বাড়ি থেকে বের হই। এসময় কুকুরের আসা দেখে আমি বাড়িতে ঢুকে যাই। পরে আবার শব্দ হলে বাইরে গিয়ে দেখি আমার স্বামী দৌড়ে এসে রাস্তায় পরে গেলো। চোরের অপবাদ দিয়ে আমার স্বামীকে সন্দেহ করে মেরে ফেলেছে। তাকে তারা ধরতে পারেনি। শুধু অভিযোগ করে আসছিলো ও চাপ দিচ্ছিলো চুরি যাওয়া জিনিস ফেরতের জন্য। আমার স্বামীকে রিপনরা মেরে ফেলেছে। আমি এর বিচার চাই।

নিহতের বোন বিথী খাতুন জানান, গত ৩ দিন আগে একটা বাড়িতে চুরি হয়েছিলো। চুরি হওয়ার পরে তারা নাকি আমার ভাইকে দেখেছিলো। দেখে তাকে সন্দেহ করে। গতকাল সেই সন্ধ্যা থেকে আশপাশের লোকজন বলে যাচ্ছিলো আমার ভাবিকে আপনার স্বামীকে ধরিয়ে দেন না হলে আজ মারা পড়বে। তাকে হত্যা করা হয়েছে। সে জলজ্যন্ত একটা মানুষ সে আমাদের সাথে কথা বলল। আমাদের সাথে খাওয়া দাওয়া করলো। তারপর ভাই বাইরে গেলে একটা শব্দ হলো। শব্দ শুনে আমরা বাইরে গিয়ে দেখি আমার ভাই বাইরে পরে আছে। যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

আরও পড়ুন

প্রতিবেশী ইমরান খান জানান, চুরি হয়েছিলো আমার বাড়ির সামনে। যার বাড়িতে চুরি হয়েছিল তাদের এক আত্মীয় মারা যাওয়ায় পরিবারের সবাই দেখতে গেছিলো। আমি বাড়ি আসছিলাম দেখি আমার স্ত্রী গলির মুখে দাঁড়িয়ে আছে যেখানে চুরি হয়েছে। আমার স্ত্রী আমাকে বলছে মনিরুল ভাই বাড়ির সামনে কি যেন করছে। আমি গিয়ে মনিরুল ভাইকে জিজ্ঞাসা করলাম ভাই কি করছেন? ভাই বলল আমি নেশা করছি। আমি সেখান থেকে তাকে চলে যেতে বলে আমার বাড়িতে চলে গেছি। সেই দিন রাত সাড়ে ১০টার সময় আমার স্ত্রী আমাকে ফোন দিয়ে বলছে সেই বাড়িতে সব চুরি হয়ে গেছে। বাড়ির মালিকসহ আমরা মনিরুল ভাইয়ের বাড়িতে গিয়ে তাকে বললাম আপনি যদি মালপত্র নিয়ে থাকেন তাহলে দিয়ে দেন। তখন মনিরুল ভাই বলল আমি নেইনি আমি জানি না। পরে আমরা থানায় গিয়ে তার (মনিরুল) নামে জিডি করেছি ৩ দিন আগে। শুনছি তার পরের দিন আরেক বাড়িতে মনিরুল চুরি করতে গেছিল সেখানে লোকজন দেখেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুরির অপবাদে ট্রাকচালককে পিটিয়ে হত্যা

বিএনপি কর্মীরা কৌশলের নামে গুপ্ত বেশ ধারণ করেনি : তারেক রহমান

ইরানে বিক্ষোভে নিহত ৩ হাজারের বেশি : এইচআরএএনএ

শহীদ জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ২ দিনের কর্মসূচি ঘোষণা

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিলেন ৩৫ সাঁতারু

কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুলের মনোনয়ন বাতিল