ভিডিও শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩২

প্রকাশ : ১৭ জানুয়ারী, ২০২৬, ১২:২৫ রাত

পাম্পকর্মীকে গাড়িচাপায় হত্যা, সাবেক যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

ছবি: সংগৃহীত, পাম্পকর্মীকে গাড়িচাপায় হত্যা, সাবেক যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে একটি ফিলিং স্টেশনে তেলের টাকা না দিয়ে পালানোর সময় গাড়িচাপায় এক কর্মচারী নিহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা যুবদলের সাবেক সভাপতি ও প্রথম শ্রেণির ঠিকাদার আবুল হাসেম সুজন (৫৩) এবং তার গাড়িচালক মো. কামাল হোসেন সরদার (৪৩)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত রিপন সাহা (২৮) রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের সাহাপাড়া এলাকার পবিত্র সাহার ছেলে এবং মেসার্স করিম ফিলিং স্টেশনের কর্মচারী ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে সুজনের ব্যক্তিগত প্রাইভেট কার (ঢাকা মেট্রো-ঘ ১৩-৩৪৭৬) ফিলিং স্টেশন থেকে তেল নেয়। পরে তেলের মূল্য পরিশোধ না করে দ্রুত গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করা হয়। এ সময় রিপন সাহা গাড়িটি আটকাতে সামনে দাঁড়ালে চালক তাকে চাপা দিয়ে পালিয়ে যান। ঘটনাস্থলেই রিপনের মৃত্যু হয়।

আরও পড়ুন

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল জানান, এ ঘটনায় নিহতের ছোট ভাই প্রতাপ সাহা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় হত্যা ও প্রতারণার অভিযোগে পেনাল কোডের ৩০২/৪২০/৩৪ ধারায় মামলা করেছেন। মামলার পর অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে আবুল হাসেম সুজনকে এবং পরে চালক কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত প্রাইভেট কারটিও জব্দ করেছে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাত পুলিশের হাতে আটক

ফখরুলকে দেখেই চেয়ার ছেড়ে দাঁড়িয়ে সম্মান জানালেন তারেক রহমান

জামায়াতের সঙ্গে আলোচনাকে নিয়মিত বৈঠকের প্রেক্ষাপটে দেখা উচিত: রণধীর জয়সওয়াল

শোকজের জবাব না দিলে নাজমুলের বিরুদ্ধে যে ব্যবস্থা নেবে বিসিবি

সিরিয়া থেকে ২৫০ ছাগল চুরি করল ইসরায়েলি সেনারা, কমান্ডার বরখাস্ত

ধানের শীষে ভোট দিয়ে খালেদা জিয়ার প্রতি শোক জানাতে হবে : শফিক রেহমান