ভিডিও শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩২

প্রকাশ : ১৬ জানুয়ারী, ২০২৬, ১০:৫৩ রাত

বগুড়ার শেরপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

বগুড়ার শেরপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু। ছবি : দৈনিক করতোয়া

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুর উপজেলায় মিনতি খাতুন (৩০) নামে এক তরুণী গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। স্বজনদের না জানিয়ে দ্রুত তাকে দাফনের চেষ্টা করলে মিনতি খাতুনের ভাইয়ের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডেকেল কলেজ হাসাপাতাল মর্গে পাঠায়।

আজ শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৮টায় উপজেলার গাড়িদহ ইউনিয়নের বনমরিচা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিনতি খাতুন ওই গ্রামের ব্যবসায়ী কবির হোসেন বাবুর স্ত্রী ও ধুনট উপজেলার চালাপাড়া (চৈতরপাড়া) গ্রামের মৃত মোজাহার আলী মোজার মেয়ে। প্রাপ্ত তথ্যে জানা যায়, গত বৃহস্পাতবার দিনগত রাত ২টার দিকে গৃহবধু মিনতি খাতুন স্বামীর বাড়িতে হঠাৎ পড়ে গিয়ে গুরুতর আহত হলে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

সেখানে তার অবস্থার উন্নতি না হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। ওই দিন ভোর সাড়ে ৪টার দিকে শজিমেক হাসপাতালে পৌঁছলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্বামী কবির হোসেন বাবু জানান, ব্যবসায়িক কাজে তিনি রাতে বাইরে ছিলেন, রাত ২টার দিকে বাড়ি ফিরে স্ত্রীকে অসুস্থ দেখে দ্রুত স্বজনদের সহায়তায় হাসপাতালে নিলে সেখানে মৃত্যুবরণ করেন।

এলাকাবাসী বলেন, ভোর ৬টার দিকে মৃতদেহ বাড়িতে আনার পর সকাল ৮টার দিকে তড়িঘড়ি করে গোসলের কাজ সম্পন্ন করে দাফনের চেষ্টা করে। মৃত্যুর সঠিক কারণ নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দেয়ায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন

নিহত মিনতির ভাই জাহাঙ্গীর হোসেন বলেন, আমার বোন মারা গেলেও জানায়নি। প্রতিবেশিরা আমাকে মোবাইল করে জানায় মিনতি মারা গেছে, লাশের গোসল করানো শেষ তোমরা আসলে দাফন করা হবে। তখন থেকেই সন্দেহ যে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কারণ কিছুদিন আগে সে নাকি আরেকটা বিয়ে করেছে এ নিয়ে মাঝে মধ্যে বোনকে মারধর করতো।

তিনি আরও জানান, ১৫ বছর আগে কবির হোসেনের সঙ্গে তার বোনের বিয়ে হয়। বর্তমানে তাদের সংসারে তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে পড়ুয়া দুটি সন্তান রয়েছে। শেরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিদ হাসান সিদ্দিকী লিংকন জানান, রাত ৩টার দিকে রোগীকে হাসপাতালে আনা হয়েছিল।

অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জনা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শেরপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

বগুড়ার আদমদীঘিতে বিনা অনুমতিতে খাস পুকুর পুনঃখনন, ৫০ হাজার টাকা জরিমানা

বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া ও প্রার্থনা

আরডিএ বগুড়ায় মহাপরিচালক হলেন ড. এ বি এম. মাহবুব

রংপুরের গঙ্গাচড়ায় অটোচালক হত্যার রহস্য উদঘাটন আটক ৪

শ্রীপুরে পুকুর থেকে ৭টি ককটেল উদ্ধার