রংপুরের গঙ্গাচড়ায় অটোচালক হত্যার রহস্য উদঘাটন আটক ৪
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়া উপজেলায় অটোচালক রবিউল ইসলামকে হত্যার রহস্য উদঘাটনসহ পুলিশ চার আসামিকে গ্রেফতার করেছে। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলো- নগরীর হাজীরহাট এলাকার আফসার আলীর ছেলে মিঠু মিয়া(৩০), উত্তম মাস্টারপাড়া গ্রামের হামিজ উদ্দিনের ছেলে ইসমাইল হোসেন আবির(২০), গাইবান্ধা ডেভিড কোম্পানীপাড়ার মজিবর রহমানের ছেলে নাসির মিয়া(৪৫) ও চক মমরোজপুর গ্রামের কালাম মিয়ার ছেলে লেবু মিয়া(৪০)। গত বুধবার ও বৃহস্পতিবার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
মারুফাত হুসাইন জানান, গত ১৭ ডিসেম্বর উপজেলার বড়বিল ইউনিয়নের চৌধুরীর হাট এলাকার একটি ডোবা থেকে রবিউল ইসলামের(২৯) লাশ উদ্ধার করে পুলিশ। রবিউল নগরীর কেরানীরহাট বখতিয়ারপুর এলাকার মোজাম্মেল হকের ছেলে। তিনি একটি বেসরকারি মাদ্রাসায় শিক্ষকতা করাসহ অটোরিক্সা চালাতেন। এ ঘটনায় ১৮ ডিসেম্বর গঙ্গাচড়া মডেল থানায় একটি হত্যা মামলা হলে আসামিদের গ্রেফতারে অভিযানে নামে পুলিশ।
গ্রেফতারকৃতরা পুলিশকে জানায়, রাত ১১টায় পলাতক আসামি পারভেজ মিয়াসহ অজ্ঞাতরা অটোরিক্সা ছিনতাইয়ের উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে রবিউল ইসলামকে হত্যা করে চৌধুরী হাট এলাকার একটি কালভার্টের নিচে ঢুকিয়ে রাখে। এরপর অটোরিক্সাটি গাইবান্ধা সদর এলাকায় নিয়ে গিয়ে আসামি লেবু মিয়ার সহায়তায় নাসির মিয়ার কাছে বিক্রি করে তারা।
আরও পড়ুনগত বুধবার নগরীর বিসিক মোড় থেকে মিঠু মিয়াকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেয়া তথ্য মতে, ইসমাইল হোসেন আবিরকে নগরীর হাসনা বাজার থেকে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে গত বৃহস্পতিবার মামলার অপর আসামি নাসির মিয়াকে গাইবান্ধার ডেভিড কোম্পানীপাড়া থেকে এবং লেবু মিয়াকে গাইবান্ধা সদর ডাচ বেকারির মোড় থেকে গ্রেফতার করে পুলিশ।
সেই সাথে অটোরিক্সাটি উদ্ধারসহ মামলার নানা আলামত জব্দ করা হয়। পুলিশ সুপার মারুফাত হুসাইন বলেন, তদন্ত কার্যক্রম শেষে আসামিদের আদালতে নেয়া হলে বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়।
মন্তব্য করুন







