ভিডিও শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩২

প্রকাশ : ১৬ জানুয়ারী, ২০২৬, ০৭:৪৫ বিকাল

বগুড়ার কাহালুতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত

বগুড়ার কাহালুতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত

কাহালু (বগুড়া) প্রতিনিধি : কাহালুতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাশেদুল ইসলাম ওরফে রাসেল(৪৩)নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত অপর মোটরসাইকেল চালক জুয়েলকে (৪৩) দুপচাঁচিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১১ টায়  বগুড়া-সান্তাহার আঞ্চলিক সড়কের কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের কাজিপাড়া বউবাজার নামক স্থানে।

নিহত রাসেল রাজশাহী জেলার বাঘমারা উপজেলার বারইপাড়া গ্রামের আশরাফ হোসেনের ছেলে। বর্তমানে সে বগুড়া জেলার আদমদিঘী উপজেলার সান্তাহার পোতাপাড়া গ্রামে বসবাস করেন। এছাড়া আহত জুয়েল কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের বাথই গ্রামের আনিসার রহমানের ছেলে।

জানা গেছে, ঘটনার দিন রাসেল বগুড়া থেকে তার মোটরসাইকেল চালিয়ে আদমদিঘী ফেরার সময় উল্লেখিত স্থানে পৌছাঁ মাত্রই বিপরীত দিক থেকে আসা জুয়েলের মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে রাসেল গুরুতর আহত হয়।

আরও পড়ুন

সংবাদ পেয়ে কাহালু উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীর দ্রুত ঘনাস্থলে পৌঁছে রাসেলকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। অন্যদিকে আহত জুয়েলকে দুপচাঁচিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে কাহালু থানার অফিসার ইনচার্জ মো.গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন উভয় পক্ষের মাঝে সমোঝোতা হওয়ায় থানায় কোন মামলা হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কাহালুতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত

নোয়াখালীকে বিদায় করে টেবিলের শীর্ষে চট্টগ্রাম

উত্তরায় অগ্নিকাণ্ডে হতাহতের জামায়াতের আমিরের শোক

একুশে বইমেলায় স্টলের জন্য আবেদন ২৫ জানুয়ারি পর্যন্ত

যশোরে চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত

গাইবান্ধার সাদুল্লাপুরে আগুন পোহানোর সময় দগ্ধ হয়ে গৃহবধূর মৃত্যু