ভিডিও শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩২

প্রকাশ : ১৬ জানুয়ারী, ২০২৬, ০৭:২২ বিকাল

একুশে বইমেলায় স্টলের জন্য আবেদন ২৫ জানুয়ারি পর্যন্ত

বইমেলায় স্টলের জন্য আবেদন ২৫ জানুয়ারি পর্যন্ত

বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলার স্টল বরাদ্দের আবেদনপত্র জমা দেওয়ার জন্য আহ্বান করা হয়েছে। আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত প্রকাশনা প্রতিষ্ঠানগুলো স্টলের জন্য আবেদন করতে পারবে।

আজ শুক্রবার অমর একুশে বইমেলা পরিচালনা কমিটির সদস্য-সচিব ড. মো. সেলিম রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান। আগ্রহী প্রতিষ্ঠানগুলো অনলাইনে www.ba21bookfair.com ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, পুরনো (২০২৫ সালে অংশ নেওয়া) প্রকাশনা প্রতিষ্ঠানগুলো আগের স্টল আকার অনুযায়ী (১, ২, ৩ ও ৪ ইউনিট) ১৮ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবে। আবেদনপত্রের সঙ্গে ট্রেড লাইসেন্স, আয়কর সনদ, লেখকের সঙ্গে চুক্তিপত্রের কপি, সম্মানির প্রমাণক, গ্রন্থাগার/আর্কাইভে জমার রসিদ এবং অগ্নি-সাইক্লোন বীমার কাগজপত্র সংযুক্ত করতে হবে।

 

নতুন প্রকাশনা প্রতিষ্ঠান অথবা যেসব প্রতিষ্ঠান স্টল আকার বৃদ্ধি করতে চায়, তারা বাংলা একাডেমি থেকে আবেদনপত্র সংগ্রহ করে ২০ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে সরাসরি জমা দিতে পারবে।

যারা অনলাইনে আবেদনপত্র জমা দিতে অপারগ সেইসব প্রতিষ্ঠানসমূহ সরাসরি আবেদনপত্র জমা দিতে পারবে। অনলাইনে বা সরাসরি প্রাপ্ত আবেদনপত্র অমর একুশে বইমেলা ২০২৬ পরিচালনা কমিটি যাচাই-বাছাই করে ৩১ জানুয়ারি অনলাইনে প্রকাশ করবে।

আরও পড়ুন

বরাদ্দপ্রাপ্ত স্টলের ভাড়া ১ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত ব্যাংকে জমা দিয়ে রসিদ আপলোড করতে হবে। ভাড়া জমা না হলে প্রতিষ্ঠান লটারির তালিকার বাইরে থাকবে। ভাড়া অগ্রণী ব্যাংক পিএলসির যে কোনো শাখা থেকে জমা দিতে হবে, এবং রসিদে প্রতিষ্ঠান নাম ও অনলাইন রেজিস্ট্রেশন নম্বর থাকা আবশ্যক।

ভাড়া বাবদ প্রদেয় টাকা অগ্রণী ব্যাংক পিএলসির যে কোনো অনলাইন শাখা থেকে অগ্রণী ব্যাংক পিএলসি, বাংলা একাডেমি শাখার ‌‘বাংলা একাডেমি অমর একুশে গ্রন্থমেলা সঞ্চয়ী হিসাব নম্বর ০২০০০১৪০৪৯২৩১’-এ জমা দিতে হবে। টাকা জমার রসিদে প্রতিষ্ঠানের নাম ও অনলাইন রেজিস্ট্রেশন নম্বর থাকা অপরিহার্য।

অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানকে ‘অমর একুশে বইমেলা ২০২৬’-এর নীতিমালা ও নিয়মাবলি মেনে চলতে হবে। এই নীতিমালা ও নিয়মাবলি ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একুশে বইমেলায় স্টলের জন্য আবেদন ২৫ জানুয়ারি পর্যন্ত

যশোরে চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত

গাইবান্ধার সাদুল্লাপুরে আগুন পোহানোর সময় দগ্ধ হয়ে গৃহবধূর মৃত্যু

নরসিংদীতে ছাত্রদল কর্মীকে হত্যার ঘটনায় দম্পতি গ্রেপ্তার

দিনাজপুরের চিরিরবন্দরে আ’ লীগ নেতা আটক

খালেদা জিয়া স্মরণে নাগরিক শোকসভা