বন্দি থাকাকালে বেগম জিয়ার পক্ষে কথা বলার কেউই ছিলেন না: আসিফ নজরুল
অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বেগম খালেদা জিয়া যখন বন্দি ছিলেন, অসুস্থ ছিলেন তখন তার পক্ষে কথা বলার কেউই ছিলেন না।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভায় আসিফ নজরুল এসব কথা বলেন।
আরও পড়ুনআসিফ নজরুল বলেন, জুলাই গণঅভ্যুত্থানকারীদের প্রতি কৃতজ্ঞতা- খালেদা জিয়াকে সবার কাছে পৌঁছে দিয়েছে, আর আরেকজনকে বিতাড়িত করেছে। বাংলাদেশকে ভালো থাকতে হলে খালেদা জিয়াকে ইন্টারালাইজড করতে হবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1768564473.jpg)

_medium_1768561716.jpg)

_medium_1768557609.jpg)

