ভিডিও বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২

প্রকাশ : ১৫ জানুয়ারী, ২০২৬, ০৯:৩৮ রাত

হালি পেঁয়াজ চাষ শুরু 

পাবনার বেড়ায় ভালো ফলনের আশায় মাঠে মাঠে ব্যস্ত কৃষক

পাবনার বেড়ায় ভালো ফলনের আশায় মাঠে মাঠে ব্যস্ত কৃষক, ছবি: দৈনিক করতোয়া

বেড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার বেড়া উপজেলায় চলতি মৌসুমে হালি (সংরক্ষণের জন্য) পেঁয়াজ আবাদ শুরু হয়েছে। শীতের শুরুতেই উপজেলার বিভিন্ন ইউনিয়নের মাঠে মাঠে কৃষকদের ব্যস্ত সময় পার করতে দেখা যাচ্ছে। জমি প্রস্তুত, চারা রোপণ ও পরিচর্যায় দিন কাটছে কৃষক পরিবারের। অনুকূল আবহাওয়া এবং ভালো দামের আশায় এবার হালি পেঁয়াজ আবাদে আগ্রহ বেড়েছে বলে জানিয়েছেন কৃষকরা।

উপজেলার বড়শিলা, বাঙ্গাবাড়িয়া, হাটুরিয়া, নতুন ভারেঙ্গা, রূপপুর, চাকলা ও ঢালারচরসহ বিভিন্ন এলাকায় হালি পেঁয়াজ চাষ শুরু হয়েছে। অনেক কৃষক ইতিমধ্যে জমিতে চারা রোপণ শেষ করেছেন, কেউ কেউ শেষ পর্যায়ের প্রস্তুতিতে রয়েছেন। উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, বেড়া উপজেলায় এ বছর ২ হাজার ৯২০ হেক্টর জমিতে হালি পদ্ধতির পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বেড়া উপজেলার মাটি ও আবহাওয়া হালি পেঁয়াজ চাষের জন্য অত্যন্ত উপযোগী। তাই এবছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি চাষ হওয়ার সম্ভাবনা রয়েছে।

ভোর থেকেই কৃষকরা মাঠে যাচ্ছেন। কেউ জমিতে শেষবারের মতো মই দিচ্ছেন, কেউ চারা রোপণ করছেন, কেউ আবার সেচ ও সার ব্যবস্থাপনায় ব্যস্ত। নারী শ্রমিকদেরও দেখা যাচ্ছে চারা রোপণে অংশ নিতে। বড়শিলা গ্রামের কৃষক সাইদুর রহমান বলেন, গত বছর হালি পেঁয়াজের বীজের দাম ভালো ছিল। তাই এবারও দুই বিঘা জমিতে হালি পেঁয়াজ লাগাচ্ছি। আবহাওয়া ভালো থাকলে ভালো লাভের আশা করছি।

জমির মালিক শামসুর রহমান বলেন, প্রতি বিঘা জমিতে হালি পেঁয়াজ আবাদে খরচ পড়ে আনুমানিক ২৫ থেকে ৩০ হাজার টাকা। এর মধ্যে জমি প্রস্তুত, চারা, সার, সেচ ও শ্রমিক খরচ অন্তর্ভুক্ত। তবে ফলন ভালো হলে প্রতি বিঘা জমি থেকে ৬০ থেকে ৭০ মণ বা তারও বেশি পেঁয়াজ পাওয়া যাবে। হালি পেঁয়াজ চাষে কিছু ঝুঁকিও রয়েছে। ফুল আসার সময় অতিরিক্ত বৃষ্টি হলে বা কুয়াশা বেশি পড়লে রোগবালাই দেখা দিতে পারে। বিশেষ করে পঁচা রোগ, ছত্রাকজনিত রোগ ও পোকামাকড়ের আক্রমণে ক্ষতির আশঙ্কা থাকে।

আরও পড়ুন

বেড়া উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত কবীর বলেন, এবার হালি পেঁয়াজ আবাদ যাতে ভালো হয় সে বিষয়ে আমরা কৃষকদের নিয়মিত পরামর্শ দিচ্ছি। সঠিক সময়ে সার প্রয়োগ, সেচ ও রোগবালাই দমনে সচেতন থাকলে ভালো ফলন হবে বলে আশা করছি। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহনে মুখে বালিশচাপা দিয়ে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

পাবনার বেড়ায় ভালো ফলনের আশায় মাঠে মাঠে ব্যস্ত কৃষক

শর্ত সাপেক্ষে খেলায় ফিরতে রাজি ক্রিকেটাররা

নেত্রকোনায় মাটিবাহী লরির চাপায় নারী নিহত

প্রশ্নফাঁসের সেই আবেদ আলী রিমান্ডে

দিনাজপুরের ঘোড়াঘাটে পুলিশের ওপর মাদকসেবীদের হামলা : গ্রেফতার ৫