নেত্রকোনায় মাটিবাহী লরির চাপায় নারী নিহত
নেত্রকোনায় সড়ক পারপারের সময় মাটিবাহী লরির চাপায় কেন্দুয়া সড়কে মঞ্জুরা আক্তার (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি নেত্রকোনা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের বাসিন্দা খোরশেদ আলমের স্ত্রী।
আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে নেত্রকোনা-কেন্দুয়া সড়কের লক্ষীপুর রেন্ট্রিতলা মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় মুদি দোকানী নয়ন মিয়া জানান, মঞ্জুরা আক্তার ধান ভাঙানোর কাজে যাচ্ছিলেন। এ সময় রাস্তা পার হতে গেলে নেত্রকোনা থেকে কেন্দুয়াগামী ইটভাটার মাটিবাহী একটি লরি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
আরও পড়ুননিহত মঞ্জুরা আক্তারের চাচাতো ভাই হাদিস মিয়া বলেন, লরির চাপায় পিষ্ট হয়ে মঞ্জুরার মাথা পিষ্টে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে।
নেত্রকোনা মডেল থানার ওসি মো. আল মামুন সরকার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে ওসি তদন্তকে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের করলে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1768490253.jpg)
_medium_1768489947.jpg)

_medium_1768489698.jpg)


_medium_1768488684.jpg)