ভিডিও বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২

প্রকাশ : ১৫ জানুয়ারী, ২০২৬, ০৯:০৯ রাত

বগুড়ার ধুনটে বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা

বগুড়ার ধুনটে বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা, ছবি: সংগৃহীত

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলায় বাড়ির প্রধান গেটে পেট্রোল ঢেলে আগুন দিয়ে ঘুমন্ত এক পরিবারের সদস্যদের পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলার কালেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষে সম্রাট নামে এক যুবক বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। সম্রাট কালেরপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

অভিযোগ সূত্রে জানা, অন্যান্য দিনের মত বুধবার রাতে সম্রাট ও তার সাত সদস্যের পরিবার বাড়িতে নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। এ অবস্থায় ভোর ৪টার দিকে স্থানীয় দুই যুবক ওই বাড়ির প্রধান গেটে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। বিষয়টি টের পেয়ে সম্রাট ও তার পরিবারের লোকজন ঘুম থেকে উঠে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে ওই পরিবারের প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এদিকে পরিবারের লোকজন জেগে ওঠায় ওই দুই যুবক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তবে কোন হতাহতর ঘটনা ঘটেনি।

এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে সম্রাট বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগে একই এলাকার ঘুগড়াপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে রায়হান (২৪) ও বাবু মিয়ার ছেলে রায়হানকে (২৬) আসামি করা হয়েছে। পূর্ববিরোধের জের ধরে ওই দুই যুবক এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত দুই যুবক পলাতক থাকায় এ বিষয়ে তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ ঘটনার অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।  

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাউকে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলবাজি করতে দেব না: শামা ওবায়েদ

বগুড়ার ধুনটে বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা

জাইমা রহমানের ফেসবুক-ইনস্টাগ্রাম আইডি নিশ্চিত করল বিএনপি

ফরিদপুর-১ আসনে প্রার্থিতা ফিরে পেলেন আরিফুর রহমান দোলন

দিনাজপুরের বিরলে কোল্ড ইনজুরিতে মরে যাচ্ছে লাউগাছ

যুক্তরাষ্ট্রে পড়াশুনা নিয়ে ব্যস্ত স্বচ্ছ