ব্যারিস্টার ফুয়াদ
‘শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডে এক মাসেও দৃশ্যমান অগ্রগতি নেই’
জুলাই যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের এক মাস পার হলেও তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি নেই বলে অভিযোগ করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ও বরিশাল-৩ আসনের ১১ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।বুধবার (১৪ জানুয়ারি) রাত ১১টার দিকে নিজের ফেসবুক পেজ ‘‘Barrister Fuad’’ থেকে ৪ মিনিট ৩৫ সেকেন্ডের পোস্ট করা একটি ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় যাদের মূল আসামি হিসেবে চিহ্নিত করা হয়েছে, তাদের গ্রেপ্তারে এখন পর্যন্ত বড় কোনো সফলতা দেখা যাচ্ছে না। ফয়সাল নামে একজনকে শনাক্ত করা হলেও তার বাবা-মা, বোন ও আত্মীয়-স্বজনদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের নামে কারাগারে পাঠানো হয়েছে। অথচ মূল আসামিদের ধরার ক্ষেত্রে তদন্ত কার্যক্রম কার্যত থমকে আছে।তিনি আরও বলেন, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, ময়মনসিংহের গারো সম্প্রদায়ের একটি চক্রের মাধ্যমে ফিলিপ নামের এক ব্যক্তি মেঘালয়ে পালিয়ে গেছে এবং তাকে সেখানকার পুলিশ গ্রেপ্তার করছে। এসব বক্তব্য মূলত জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা বলে মন্তব্য করেন তিনি।
ব্যারিস্টার ফুয়াদের দাবি, অভিযুক্তরা দেশের মধ্যেই লুকিয়ে রয়েছে এবং ফয়সালের রাজনৈতিক ক্ষমতার বিভিন্ন কেন্দ্রে শক্ত আশ্রয় রয়েছে।এই হত্যাকাণ্ড যেন সাগর-রুনি হত্যার মতো বছরের পর বছর ধরে তদন্ত ও চার্জশিট পরিবর্তনের নাটকে পরিণত না হয়, সে বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার ও সংশ্লিষ্ট তদন্ত সংস্থার প্রতি আহ্বান জানান তিনি।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, শহীদ ওসমান হাদি বাংলাদেশের আজাদী ও ইনসাফের লড়াইয়ে এক কিংবদন্তি নাম। তার হত্যার বিচার নিশ্চিত করতে ব্যর্থ হলে গণঅভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণের লড়াই প্রশ্নবিদ্ধ হবে।
আসন্ন ফেব্রুয়ারির নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এই নির্বাচন হবে জুলাই সনদের ভিত্তিতে বাংলাদেশকে পুনর্গঠন, রাজনৈতিক সংস্কার ও বিচারিক ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার গুরুত্বপূর্ণ ক্ষেত্র। জুলাই-আগস্টের শহীদদের বিচার, আহতদের সম্মানজনক পুনর্বাসন এবং শহীদ ওসমান হাদিকে রাষ্ট্রীয়ভাবে স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীকে পরিণত করাই নতুন বাংলাদেশের অঙ্গীকার হওয়া উচিত।
আরও পড়ুনতিনি দেশের প্রতিটি স্কুল, কলেজ, মাদরাসা ও পাড়ায় ওসমান হাদির স্মৃতি সংরক্ষণের আহ্বান জানান এবং বলেন, তার হত্যার সঙ্গে কারা জড়িত, কারা ফয়সালের হিসাবে কোটি কোটি টাকা লেনদেন করেছে এবং এর পেছনে কারা ক্ষমতাধর ব্যক্তি রয়েছেন- তা দ্রুত চিহ্নিত করা জরুরি।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, তদন্তকারী সংস্থার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে অগ্রগতির তথ্য জানানো হয়নি। একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতিকে তদন্তের অগ্রগতি জানালে জনগণ বুঝতে পারত যে পুলিশ প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে।
তিনি আশা প্রকাশ করেন, দ্রুত সময়ের মধ্যে স্বচ্ছ ও ন্যায়সঙ্গত বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জাতির সামনে স্পষ্ট অবস্থান তুলে ধরবেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক






