ভিডিও বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ৩০ পৌষ ১৪৩২

প্রকাশ : ১৪ জানুয়ারী, ২০২৬, ০৭:৩১ বিকাল

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

আজ বুধবার (১৪ বুধবার) বিকেলে রাজধানীর বঙ্গভবনের এই সাক্ষাতে প্রধান বিচারপতি দেশের বিচার বিভাগের সার্বিক কার্যক্রম ও বিচারিক প্রক্রিয়ার বর্তমান অবস্থা রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতির কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

রাষ্ট্রপতি দেশের বিচারব্যবস্থার স্বাধীনতা, নিরপেক্ষতা ও দক্ষতা আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি প্রধান বিচারপতির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং বিচার বিভাগের উন্নয়নে রাষ্ট্রপতির কার্যালয়ের সহযোগিতার আশ্বাস দেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ২৬তম প্রধান বিচারপতি হিসেবে ২৮ ডিসেম্বর শপথ গ্রহণ করেন। তিনি ১৯৮৫ সালে জজ কোর্টে এবং ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালে হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন, দুই বছর পর স্থায়ী বিচারপতি হন এবং ২০২৪ সালের ১২ আগস্ট আপিল বিভাগের বিচারপতি হন।

আরও পড়ুন

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান) ও এলএলএম, পরে যুক্তরাজ্য থেকে আন্তর্জাতিক আইনে এলএলএম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ

প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী অর্ঘ্য সেন আর নেই

দিনাজপুরের নবাবগঞ্জে নকল গুড়ের কারখানায় জরিমানা আদায়

কেরানীগঞ্জে ছুরিকাঘাতে সিকিউরিটি গার্ড নিহত

আমার ফাঁসির আদেশ হয়েছিল হাসিনার নিপীড়ন ও অত্যাচারে ১৪ বছর জেলে কাটিয়েছি : এটিএম আজহারুল ইসলাম

আবু সাঈদ হত্যা মামলার যুক্তি উপস্থাপন শুরু ২০ জানুয়ারি