ভিডিও বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ৩০ পৌষ ১৪৩২

প্রকাশ : ১৪ জানুয়ারী, ২০২৬, ০৬:৪৯ বিকাল

বগুড়ার শিবগঞ্জে রাতের আঁধারে উধাও হচ্ছে উর্বর মাটি

বগুড়ার শিবগঞ্জে রাতের আঁধারে উধাও হচ্ছে উর্বর মাটি

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জে এক শ্রেণির মাটি দস্যুর অবৈধ দৌরাত্ম্যে হুমকির মুখে পড়েছে কৃষি জমির টপ সয়েল বা উপরি স্তর। তারা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দীর্ঘদিন ধরে নির্বিঘ্নে কেটে নিচ্ছে কৃষি জমির সবচেয়ে উর্বর অংশ।

প্রশাসনের অনুমতি ছাড়াই প্রভাবশালীদের ছত্রছায়ায় রাতের আঁধারে এস্কেভেটর মেশিন ও ডাম্প ট্রাক ব্যবহার করে ফসলি জমির উর্বর মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে। পুকুর সংস্কারের নামে ১০-১২ ফুট গভীর করে কাটা হচ্ছে মাটি। ট্রাকে মাটি পরিবহনের ফলে আশেপাশের ফসলি জমির ওপর প্রভার পড়ছে।

এতে একদিকে কৃষি উৎপাদন হুমকির মুখে পড়ছে, অন্যদিকে পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরেজমিনে দেখা যায় উপজেলার আটমূল, সৈয়দপুর, মাঝিহট্ট, দেউলী, কিচক, ময়দানহাট্টাসহ বেশ কয়েকটি ইউনিয়নের ফসলি জমি, পুকুরপাড় ও নিম্নভূমি এলাকাকে টার্গেট করে নিয়মিত মাটি কাটা হচ্ছে। সন্ধ্যার পর থেকেই এস্কভেটর মেশিন চালু হয় এবং গভীর রাত পর্যন্ত ট্রাকযোগে মাটি সরিয়ে নেওয়া হয়।

আরও পড়ুন

নাম প্রকাশ না করার শর্তে সাধারণ কৃষকরা জানিয়েছেন, জমির সবচেয়ে দামি অংশ টপ সয়েল কেটে নেওয়ার পর জমি প্রায় অনাবাদি হয়ে পড়ছে। আগে এই জমিগুলোতে ভালো ফলন হলেও এখন ফলন হচ্ছে না। তারা মাটিদস্যু চক্রের মূলহোতাদের শনাক্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান।

এদিকে সংশ্লিষ্ট আইনে কৃষি জমির টপ সয়েল কাটা নিষিদ্ধ হলেও প্রশাসনের কোন কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না। এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান বলেন, এরকম ঘটনার বিষয়ে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের বড়াইগ্রামে ঘরের তালা ভেঙে ৫টি গরু চুরি

দেশের ক্রান্তিলগ্নে বিএনসিসি ক্যাডেটদের ভূমিকা অগ্রণী : সেনাপ্রধান

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ

প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী অর্ঘ্য সেন আর নেই

দিনাজপুরের নবাবগঞ্জে নকল গুড়ের কারখানায় জরিমানা আদায়