বরিশালে জাল নোটসহ ৪ কিশোর আটক
বরিশালে জাল নোট ও জাল নোট তৈরির সরঞ্জামসহ চক্রের তিন শিশুসহ চার সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- ভোলার চরনোয়াবাদ এলাকার ফরাজি বাড়ির সেলিম ফরাজীর ছেলে শাওন ফরাজি (১৫), বাকেরগঞ্জের মহেশপুর এলাকার বাসিন্দা সোহেল আকনের ছেলে আলিফ আকন (১৭), আগৈলঝাড়ার গৈলা এলাকার বাসিন্দা আলভি ইসলাম সাইফ (১৭) এবং বাবুগঞ্জের পাংশা এলাকার বাসিন্দা মিজানুর রহমানের ছেলে তানভীর রেদওয়ান (২০)।
মহানগর ডিবি পুলিশের এসআই ফিরোজ আলম জানান, নগরীর বগুড়া রোড এলাকায় একটি দোকান থেকে ফুচকা খেয়ে শাওন ও আলিফ একটি একশ টাকার জাল নোট দেয়। সন্দেহজনকভাবে তাদের ঘোরাফেরা করতে দেখে দোকানদার পুলিশকে খবর দেয়। পরে সেখানে গিয়ে তাদের আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ভাটিখানা মৃধা বাড়িতে অভিযান চালিয়ে অপর দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একশ ও পঞ্চাশ টাকার মোট ৫৩ হাজার ৮০০ টাকার জাল নোট, একটি মনিটর, একটি সিপিইউ, একটি প্রিন্টার, কিবোর্ড, মাউস ও ক্যাবল উদ্ধার করা হয়।
আরও পড়ুনএসআই ফিরোজ আলম আরও জানান, শাওন ও আলিফ পূর্বপরিচিত তানভীর রেদওয়ানের কাছ থেকে একশ টাকার জাল নোট ৭০ টাকায় কিনে নগরীর বিভিন্ন দোকানে পণ্য ক্রয় করত। তানভীর তার বাসায় জাল নোট তৈরি করত। এ ঘটনায় তিনি বাদী হয়ে কাউনিয়া থানায় চারজনের বিরুদ্ধে মামলা করেছেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক



_medium_1768386769.jpg)
_medium_1768386067.jpg)



